শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালে এপ্রিলে হবে আইপিএল, ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করবে ইংল্যান্ড জাতীয় দল। ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পরপরই নিজেদের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করবে ভারত। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] ভারতীয় ক্রিকেটারদের দম ফেলার ফুরসত থাকে না। সারাবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকেই তারা মাঠের বাইরে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা।

[৪] এরপরই শুরু হবে তাদের ব্যস্ত সূচি। চার টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার জন্য তারা অস্ট্রেলিয়া সফর করবে। দেশে ফিরেই খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। এরপর আবার আইপিএল।

[৫] মুম্বাই মিরর এক প্রতিবেদনে বলেছেন, ‘জাতীয় ক্রিকেট দল ডিসেম্বর অস্ট্রেলিয়া সফর করবে। এরপরই দেশে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আমরা এপ্রিলে আইপিএল খেলব।

[৬] করোনার কারণে আমাদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট সূচি বিপর্যয় হয়েছে। আশা করছি আমরা শিগগিরই সকল সিরিজ আয়োজন করতে পারব।’

পাশাপাশি ঘরোয়া ক্রিকেট চালুর সিদ্ধান্ত হচ্ছে সেই সুখবরও দিয়েছেন গাঙ্গুলি, ‘আশা করছি করোনা পরিস্থিতি আগামী কয়েক মাসে কেটে যাবে এবং আমাদের ঘরোয়া ক্রিকেট আবার শুরু করতে পারব। জীবাণুমুক্ত পরিবেশে আমরা খেলা শুরু করতে পারব সেই আশাই করছি।’
-জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়