স্পোর্টস ডেস্ক: [২] ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করবে ইংল্যান্ড জাতীয় দল। ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পরপরই নিজেদের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করবে ভারত। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] ভারতীয় ক্রিকেটারদের দম ফেলার ফুরসত থাকে না। সারাবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকেই তারা মাঠের বাইরে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা।
[৪] এরপরই শুরু হবে তাদের ব্যস্ত সূচি। চার টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার জন্য তারা অস্ট্রেলিয়া সফর করবে। দেশে ফিরেই খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। এরপর আবার আইপিএল।
[৫] মুম্বাই মিরর এক প্রতিবেদনে বলেছেন, ‘জাতীয় ক্রিকেট দল ডিসেম্বর অস্ট্রেলিয়া সফর করবে। এরপরই দেশে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আমরা এপ্রিলে আইপিএল খেলব।
[৬] করোনার কারণে আমাদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট সূচি বিপর্যয় হয়েছে। আশা করছি আমরা শিগগিরই সকল সিরিজ আয়োজন করতে পারব।’
পাশাপাশি ঘরোয়া ক্রিকেট চালুর সিদ্ধান্ত হচ্ছে সেই সুখবরও দিয়েছেন গাঙ্গুলি, ‘আশা করছি করোনা পরিস্থিতি আগামী কয়েক মাসে কেটে যাবে এবং আমাদের ঘরোয়া ক্রিকেট আবার শুরু করতে পারব। জীবাণুমুক্ত পরিবেশে আমরা খেলা শুরু করতে পারব সেই আশাই করছি।’
-জি নিউজ