শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ট্যারিফ কমিশন

লাইজুল ইসলাম: [২] রাজধানির বিভিন্ন বাজারের পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল এতদিন বিক্রি হয়েছে ৪৭০ -৪৮০ টাকা করে। যদিও বোতলের গায়ে লেখা থাকতো ৫১০ টাকা করে। দাম বৃদ্ধির ঘোষণা আসার আগেই রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে। এখন একেটি তেলের বোতল বিক্রি হচ্ছে ৪৯০ টাকা করে। এদিকে খোলা তেল এতদিন বিক্রি হতো প্রতি লিটার ৮৭/৮৮ টাকা করে। তা এখন আরো বৃদ্ধি পাবে।

[৪] বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি’র কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমরা পর্যালোচনা করছি। বিশ্ব বাজারে তেলের দাম কেমন তা আমাদের দেখতে হবে। এরপর আমরা হয়তো ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবো। তবে এখনো ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

[৫] বাজারে দাম বৃদ্ধি করা হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। সংশ্লীষ্ট দপ্তর চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

[৬] টিসিবি’র কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, দাম বৃদ্ধির বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। আমরা অবশ্যই বাজারে এই বিষয়টি ক্ষতিয়ে দেখবো। যদি কেউ দাম বৃদ্ধি করে তবে আমরা ব্যবস্থা নিব। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়