শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে ফিরলে মাইলফলকের মুখোমুখি হবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: [২] জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান মুক্ত হচ্ছেন আগামী ২৯ অক্টোবর। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ থাকছে তার সামনে।

[৩] লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। কান্ডিতে প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। সেক্ষেত্রে প্রথম ম্যাচে না খেললেও একই মাঠে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে ঠিকই খেলার জোর সম্ভাবনা রয়েছে টাইগার অলরাউন্ডার।

[৪] শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারলে একটি মাইলফলক স্পর্শ করারও সুযোগ থাকছে সাকিবের সামন। ব্যাট হাতে ১৩৮ রান করতে পারলেই দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রান পূর্ণ করবেন তিনি। এখন পর্যন্ত ৫৬ টেস্টে ৩৯.৪০ গড়ে ৩ হাজার ৮৬২ রান সংগ্রহ করেছেন সাকিব। যেখানে তাঁর রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরি। সাকিবের আগে এই মাইলফলকে পা রেখেছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

[৫] টাইগার ওপেনার তামিম ৬০ টেস্টে ৩৮.৬৪ গড়ে ৪ হাজার ৪০৫ রান সংগ্রহ করেছেন। তাঁর রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তিনি।

[৬] তালিকার শীর্ষে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের সংগ্রহ ৭০ টেস্টে ৩৬.৭৭ গড়ে ৪ হাজার ৪১৩ রান। দেশের হয়ে ৭টি সেঞ্চুরি এবং ২১টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তলিকায় চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে হাবিবুল বাশার ও মুমিনুল হক।

[৭] সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক বাশার ৫০ টেস্টে ৩০.৮৭ গড়ে ৩ হাজার ২৬ রান করেছেন। ৩টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরির মালিক তিনি। আর বর্তমান টেস্ট দলপতি মুমিনুলের সংগ্রহ ৪০ টেস্টে ২ হাজার ৮৬০ রান। ৪০.৮৫ ব্যাটিং গড়ের মালিকের সেঞ্চুরি আছে ৯টি এবং হাফসেঞ্চুরি ১৩টি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়