শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়া হয় নি, জানালেন রুশ চিকিৎসক

লিহান লিমা: [২] সাইবেরিয়ার ওমাস্ক থেকে ফ্লাইটে মস্কো আসার সময় বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর জরুরি অবতরণের পর হাসপাতালে নেয়া হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক অ্যালেক্সি নাভালনিকে (৪৪)। চিকিৎসক বলছেন, নাভালনির শরীরে কোনো বিষ পাওয়া যায় নি। টাইমস

[৩] এর আগে নাভালনির পরিবার, মিত্র ও সমর্থকরা অভিযোগ করেন, তাকে বিষ দেয়া হয়েছে। তারা চিকিৎসার জন্য নাভালনিকে জার্মানিতে নিয়ে যেতে চাচ্ছেন। শুক্রবার সকালে তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এই অনুরোধ প্রত্যাখ্যান করেন দায়িত্বরত চিকিৎসকরা।

[৪] প্রধান মেডিকেল অফিসার আলেক্সান্ডার মোরাকেভাস্কি টুইটে বলেন,‘নাভালনির শারীরিক পরিস্থিতি স্থানান্তরঅযোগ্য। তিনি কোমায় রয়েছেন। পরিবারের তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট নয়। এই অবস্থায় তাকে বিদেশ নেয়া হলে সেটি তার জীবনের জন্য ঝুঁকি হতে পারে।’

[৫] নাভালনির টিম বলছে, ওমাস্ক বিমানবন্দরে অবস্থানরত জার্মান এয়ারলাইন্সে তাকে জার্মানির ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত সব প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। রুশ কর্তৃপক্ষ আসলে সে সময় পর্যন্ত অপেক্ষ করতে চাচ্ছেন যাতে বিষের প্রভাব বোঝা না যায়। এদিকে পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।

[৭] নাভালনির সমর্থকরা হাসপাতালের সামনে আন্দোলন করছেন।

[৮] এর আগে ২০১৭ সালে এক হামলায় নাভালনির চোখ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার জনপ্রিয় এই বিরোধী রাজনীতিবিদ ২০১৮ সালে পুতিনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালালেও তাকে নির্বাচন করতে দেয়া হয় নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়