শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়া হয় নি, জানালেন রুশ চিকিৎসক

লিহান লিমা: [২] সাইবেরিয়ার ওমাস্ক থেকে ফ্লাইটে মস্কো আসার সময় বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর জরুরি অবতরণের পর হাসপাতালে নেয়া হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক অ্যালেক্সি নাভালনিকে (৪৪)। চিকিৎসক বলছেন, নাভালনির শরীরে কোনো বিষ পাওয়া যায় নি। টাইমস

[৩] এর আগে নাভালনির পরিবার, মিত্র ও সমর্থকরা অভিযোগ করেন, তাকে বিষ দেয়া হয়েছে। তারা চিকিৎসার জন্য নাভালনিকে জার্মানিতে নিয়ে যেতে চাচ্ছেন। শুক্রবার সকালে তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এই অনুরোধ প্রত্যাখ্যান করেন দায়িত্বরত চিকিৎসকরা।

[৪] প্রধান মেডিকেল অফিসার আলেক্সান্ডার মোরাকেভাস্কি টুইটে বলেন,‘নাভালনির শারীরিক পরিস্থিতি স্থানান্তরঅযোগ্য। তিনি কোমায় রয়েছেন। পরিবারের তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট নয়। এই অবস্থায় তাকে বিদেশ নেয়া হলে সেটি তার জীবনের জন্য ঝুঁকি হতে পারে।’

[৫] নাভালনির টিম বলছে, ওমাস্ক বিমানবন্দরে অবস্থানরত জার্মান এয়ারলাইন্সে তাকে জার্মানির ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত সব প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। রুশ কর্তৃপক্ষ আসলে সে সময় পর্যন্ত অপেক্ষ করতে চাচ্ছেন যাতে বিষের প্রভাব বোঝা না যায়। এদিকে পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।

[৭] নাভালনির সমর্থকরা হাসপাতালের সামনে আন্দোলন করছেন।

[৮] এর আগে ২০১৭ সালে এক হামলায় নাভালনির চোখ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার জনপ্রিয় এই বিরোধী রাজনীতিবিদ ২০১৮ সালে পুতিনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালালেও তাকে নির্বাচন করতে দেয়া হয় নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়