শিরোনাম
◈ এনসিপির প্রার্থী ঘোষণা: নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত ◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন!

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়া হয় নি, জানালেন রুশ চিকিৎসক

লিহান লিমা: [২] সাইবেরিয়ার ওমাস্ক থেকে ফ্লাইটে মস্কো আসার সময় বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর জরুরি অবতরণের পর হাসপাতালে নেয়া হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক অ্যালেক্সি নাভালনিকে (৪৪)। চিকিৎসক বলছেন, নাভালনির শরীরে কোনো বিষ পাওয়া যায় নি। টাইমস

[৩] এর আগে নাভালনির পরিবার, মিত্র ও সমর্থকরা অভিযোগ করেন, তাকে বিষ দেয়া হয়েছে। তারা চিকিৎসার জন্য নাভালনিকে জার্মানিতে নিয়ে যেতে চাচ্ছেন। শুক্রবার সকালে তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এই অনুরোধ প্রত্যাখ্যান করেন দায়িত্বরত চিকিৎসকরা।

[৪] প্রধান মেডিকেল অফিসার আলেক্সান্ডার মোরাকেভাস্কি টুইটে বলেন,‘নাভালনির শারীরিক পরিস্থিতি স্থানান্তরঅযোগ্য। তিনি কোমায় রয়েছেন। পরিবারের তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট নয়। এই অবস্থায় তাকে বিদেশ নেয়া হলে সেটি তার জীবনের জন্য ঝুঁকি হতে পারে।’

[৫] নাভালনির টিম বলছে, ওমাস্ক বিমানবন্দরে অবস্থানরত জার্মান এয়ারলাইন্সে তাকে জার্মানির ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত সব প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। রুশ কর্তৃপক্ষ আসলে সে সময় পর্যন্ত অপেক্ষ করতে চাচ্ছেন যাতে বিষের প্রভাব বোঝা না যায়। এদিকে পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।

[৭] নাভালনির সমর্থকরা হাসপাতালের সামনে আন্দোলন করছেন।

[৮] এর আগে ২০১৭ সালে এক হামলায় নাভালনির চোখ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার জনপ্রিয় এই বিরোধী রাজনীতিবিদ ২০১৮ সালে পুতিনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালালেও তাকে নির্বাচন করতে দেয়া হয় নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়