নিউজ ডেস্ক: [২] আগামী মাসে করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যেতে চান না ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তবে ভেতরের খবর শুধু এই শ্রীলঙ্কা সফরই নয় পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
[৩] বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিতে ইতোমধ্যেই বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে না কি পদত্যাগপত্রও পাঠিয়েছেন ম্যাকেঞ্জি। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির এক পরিচালক খবরটি নিশ্চিত করেছেন।
[৪] তবে আগেরদিন শ্রীলংকা সফরের জন্য ম্যাকেঞ্জি কেন যেতে চাচ্ছেন না তা পরিষ্কার নয় বলে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘কেন শ্রীলংকা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি, তা এখনো পরিষ্কার নয়।’
[৫] তিনি আরও বলেন, ‘ম্যাকেঞ্জির সাথে এখনও পরিষ্কার কথা হয়নি। তিনি কি শুধু এই সফরেই যেতে চাইছে না, নাকি আগামীতেও টিম বাংলাদেশের ব্যাটিং কোচ পদে আর থাকতে ইচ্ছুক নন, তা আগে জানা দরকার। আমরা এখনও ম্যাকেঞ্জির কাছ থেকে সেই খবরটি পাইনি। আরও কথাবার্তা রয়েছে।’
[৬] তবে ম্যাকেঞ্জির কাছে নিশ্চিত তথ্য না পেলেও বিকল্প কোচের চিন্তাও করে রেখেছে বিসিবি। আকরাম বলেন, ‘আমাদের হাতে আরও বিকল্প আছে। ম্যাকেঞ্জি না গেলে তার বদলে দুই-তিনজনের আলোচনা করে আমরা বাছাই করব। সেটা এখনও চূড়ান্ত নয়। তবে ক্রেইগ ম্যাকমিলান ওই তালিকায় আছেন। কাজেই তার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না।’
[৭] উল্লেখ্য, নীল ম্যাকেঞ্জি প্রথমে বাংলাদেশ দলের সাদা বলের ব্যাটিং কোচ ছিলেন। পরে ২০১৯ সালের ভারত সফর থেকে তাকে টেস্টেরও ব্যাটিং কোচ করা হয়। অন্যদিকে ব্যাটিং কোচ হিসেবে ম্যাকমিলান বেশ অভিজ্ঞ। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন। তার সময়ে কিউইরা দু’বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে।সূত্র : সমকাল