শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে উত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলার পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে সজিব (২২) নামের এক যুবককে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।

[৪] দণ্ডপ্রাপ্ত সজিব উপজেলার আঙ্গিয়াদী গ্রামের শহীদুল্লার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই যুবক পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ফের সজিব ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে উত্যক্ত করছিল।

[৬] এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানায়।

[৭] খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।

[৮] এসময় প্রবাসীর স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওই যুবক দোষী সাব্যস্ত হওয়ায় এবং উত্যক্তকারী যুবক নিজের দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

[৯] উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়