তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলার পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে সজিব (২২) নামের এক যুবককে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।
[৪] দণ্ডপ্রাপ্ত সজিব উপজেলার আঙ্গিয়াদী গ্রামের শহীদুল্লার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই যুবক পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ফের সজিব ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে উত্যক্ত করছিল।
[৬] এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানায়।
[৭] খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
[৮] এসময় প্রবাসীর স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওই যুবক দোষী সাব্যস্ত হওয়ায় এবং উত্যক্তকারী যুবক নিজের দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
[৯] উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।সম্পাদনা: জেরিন আহমেদ