শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে উত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলার পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে সজিব (২২) নামের এক যুবককে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।

[৪] দণ্ডপ্রাপ্ত সজিব উপজেলার আঙ্গিয়াদী গ্রামের শহীদুল্লার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই যুবক পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ফের সজিব ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে উত্যক্ত করছিল।

[৬] এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানায়।

[৭] খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।

[৮] এসময় প্রবাসীর স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওই যুবক দোষী সাব্যস্ত হওয়ায় এবং উত্যক্তকারী যুবক নিজের দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

[৯] উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়