শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অবৈধ পলিথিন উৎপাদনকারী এক ইন্ডাস্ট্রিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজু চৌধুরী : [২]  চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়াস্থ কালামিয়া বাজার এলাকায় "মেজর পলিমার" ইন্ডাস্ট্রিজ এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ পলিমার উৎপাদনের পাশাপাশি অবৈধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] বুধবার ১৯ আগস্ট নগরীর কালামিয়া বাজার, পূর্ব বাকলিয়াস্থ মেজর পলিমার ইন্ডাস্ট্রিজ এ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম, র‍্যাব-৭ এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম জানান, র‍্যাবের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, অননুমোদিত পলিমার উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ পলিমার সংরক্ষণ ও বাজারজাত করছেন। এসময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারা লংঘনের দায়ে প্রায় ৬২৫ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর পলিমার জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ হারুনর রশীদকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আজহারুল ইসলামকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ধংসের নির্দেশ দেওয়া হয়।

[৪] এসময় র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার তারেক আজিজ উপস্থিত ছিলেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, নগরীর কালামিয়া বাজার,পূর্ব বাকলিয়াস্থ মেজর পলিমার ইন্ডাস্ট্রিজ বৈধ পলিমার উৎপাদনের পাশাপাশি অবৈধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬২৫ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর পলিমার জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়