শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অবৈধ পলিথিন উৎপাদনকারী এক ইন্ডাস্ট্রিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজু চৌধুরী : [২]  চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়াস্থ কালামিয়া বাজার এলাকায় "মেজর পলিমার" ইন্ডাস্ট্রিজ এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ পলিমার উৎপাদনের পাশাপাশি অবৈধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] বুধবার ১৯ আগস্ট নগরীর কালামিয়া বাজার, পূর্ব বাকলিয়াস্থ মেজর পলিমার ইন্ডাস্ট্রিজ এ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম, র‍্যাব-৭ এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম জানান, র‍্যাবের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, অননুমোদিত পলিমার উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ পলিমার সংরক্ষণ ও বাজারজাত করছেন। এসময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারা লংঘনের দায়ে প্রায় ৬২৫ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর পলিমার জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ হারুনর রশীদকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আজহারুল ইসলামকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ধংসের নির্দেশ দেওয়া হয়।

[৪] এসময় র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার তারেক আজিজ উপস্থিত ছিলেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, নগরীর কালামিয়া বাজার,পূর্ব বাকলিয়াস্থ মেজর পলিমার ইন্ডাস্ট্রিজ বৈধ পলিমার উৎপাদনের পাশাপাশি অবৈধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬২৫ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর পলিমার জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়