শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাছ কাটার মামলায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন কারাগারে

পলাশবাড়ী প্রতিনিধি: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ কাটার মামলায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। (১৯ আগস্ট) বুধবার দুপুরে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

[৩] জানা গেছে, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ইউপি সদস্য পল্লব সরকার, শরিফুল ইসলাম সরকার, হেলাল মিয়া ও মোখলেছ মিয়াঅত্র ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৭১ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের দুই হাজার ৮৮টি গাছ নিয়মবর্হিভূত ভাবে বিক্রি করে।

[৪] বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। নিয়মবর্হিভূত ভাবে এসব গাছ কাটায় স্থানীয় প্রশাসন তদন্তপূর্বক চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় বুধবার ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৫] গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি, বিপুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কাটা মামলায় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ইউপি সদস্য পল্লব সরকার, শরিফুল ইসলাম সরকার, হেলাল মিয়া ও মোখলেছ মিয়াসহ পাঁচজন আসামি জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়