শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ভাড়ার সঙ্গে গণপরিবহনে বাড়তি যাত্রী

সুজিৎ নন্দী: [২] কোভিড-১৯ পরিস্থিতিতে শারীরিক দ‚রত্ব বজায় রাখতে সীমিত যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয় গণপরিবহনগুলোকে। প্রতি দুইটি আসনে একটি আসন ফাঁকা থাকার শর্তে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয় ৬০ শতাংশ পর্যন্ত।

[৩] তবে বাড়তি ভাড়া বহাল থাকলেও শারীরিক দূরত্ব মানার বালাই আর নেই রাজধানীর গণপরিবহনগুলোতে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রুটে চলাচলরত গণপরিবহনে দেখা যায় এমন চিত্র।

[৪] একাধিক বাসের প্রতিটি আসনতো বটেই এমনকি দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হয়। নির্দেশনা মোতাবেক ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হলেও কোনো কোনো বাসে অবশ্য যাত্রীদের ভাড়া দিতে হচ্ছে প্রায় দ্বিগুণ।

[৫] গুলিস্তান থেকে মিরপুর-১,২, ১০ বা গাবতলীতে ২৫ বা ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিচ্ছে। আবার সাইনবোর্ড থেকে গুলিস্তান পর্যন্ত আগের সিটিং গেটলক ভাড়া ছিল ৫০ টাকা। ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়াসহ এই রুটের ভাড়া আসে ৮০ টাকা। তবে যাত্রীদের অভিযোগ ভাড়া নেওয়া হয় ৯০ টাকা পর্যন্ত।

[৬] একাধিক বাসযাত্রী জানান, সপ্তাহের প্রতিটা দিন ঠেলাঠেলি করে, গাদাগাদি করে বাসা থেকে অফিসে যাওয়া আসা করছি। ঝগড়া, প্রতিবাদ প্রতিদিন লেগেই আছে। দাবি একটাই, ৬০ শতাংশ ভাড়া রহিত করে স্বাভাবিক নিয়মে যান চলাচলের নির্দেশনা জারি করা হোক। আমরা করোনার ঝুঁকিতে নয়, বরং অর্থনৈতিক চরম ঝুঁকিতে পরেছি। এভাবে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আর দেওয়ার মত কোনো কারণ অবশিষ্ট নেই।

সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়