শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ভাড়ার সঙ্গে গণপরিবহনে বাড়তি যাত্রী

সুজিৎ নন্দী: [২] কোভিড-১৯ পরিস্থিতিতে শারীরিক দ‚রত্ব বজায় রাখতে সীমিত যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয় গণপরিবহনগুলোকে। প্রতি দুইটি আসনে একটি আসন ফাঁকা থাকার শর্তে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয় ৬০ শতাংশ পর্যন্ত।

[৩] তবে বাড়তি ভাড়া বহাল থাকলেও শারীরিক দূরত্ব মানার বালাই আর নেই রাজধানীর গণপরিবহনগুলোতে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রুটে চলাচলরত গণপরিবহনে দেখা যায় এমন চিত্র।

[৪] একাধিক বাসের প্রতিটি আসনতো বটেই এমনকি দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হয়। নির্দেশনা মোতাবেক ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হলেও কোনো কোনো বাসে অবশ্য যাত্রীদের ভাড়া দিতে হচ্ছে প্রায় দ্বিগুণ।

[৫] গুলিস্তান থেকে মিরপুর-১,২, ১০ বা গাবতলীতে ২৫ বা ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিচ্ছে। আবার সাইনবোর্ড থেকে গুলিস্তান পর্যন্ত আগের সিটিং গেটলক ভাড়া ছিল ৫০ টাকা। ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়াসহ এই রুটের ভাড়া আসে ৮০ টাকা। তবে যাত্রীদের অভিযোগ ভাড়া নেওয়া হয় ৯০ টাকা পর্যন্ত।

[৬] একাধিক বাসযাত্রী জানান, সপ্তাহের প্রতিটা দিন ঠেলাঠেলি করে, গাদাগাদি করে বাসা থেকে অফিসে যাওয়া আসা করছি। ঝগড়া, প্রতিবাদ প্রতিদিন লেগেই আছে। দাবি একটাই, ৬০ শতাংশ ভাড়া রহিত করে স্বাভাবিক নিয়মে যান চলাচলের নির্দেশনা জারি করা হোক। আমরা করোনার ঝুঁকিতে নয়, বরং অর্থনৈতিক চরম ঝুঁকিতে পরেছি। এভাবে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আর দেওয়ার মত কোনো কারণ অবশিষ্ট নেই।

সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়