শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ভাড়ার সঙ্গে গণপরিবহনে বাড়তি যাত্রী

সুজিৎ নন্দী: [২] কোভিড-১৯ পরিস্থিতিতে শারীরিক দ‚রত্ব বজায় রাখতে সীমিত যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয় গণপরিবহনগুলোকে। প্রতি দুইটি আসনে একটি আসন ফাঁকা থাকার শর্তে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয় ৬০ শতাংশ পর্যন্ত।

[৩] তবে বাড়তি ভাড়া বহাল থাকলেও শারীরিক দূরত্ব মানার বালাই আর নেই রাজধানীর গণপরিবহনগুলোতে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রুটে চলাচলরত গণপরিবহনে দেখা যায় এমন চিত্র।

[৪] একাধিক বাসের প্রতিটি আসনতো বটেই এমনকি দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হয়। নির্দেশনা মোতাবেক ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হলেও কোনো কোনো বাসে অবশ্য যাত্রীদের ভাড়া দিতে হচ্ছে প্রায় দ্বিগুণ।

[৫] গুলিস্তান থেকে মিরপুর-১,২, ১০ বা গাবতলীতে ২৫ বা ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিচ্ছে। আবার সাইনবোর্ড থেকে গুলিস্তান পর্যন্ত আগের সিটিং গেটলক ভাড়া ছিল ৫০ টাকা। ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়াসহ এই রুটের ভাড়া আসে ৮০ টাকা। তবে যাত্রীদের অভিযোগ ভাড়া নেওয়া হয় ৯০ টাকা পর্যন্ত।

[৬] একাধিক বাসযাত্রী জানান, সপ্তাহের প্রতিটা দিন ঠেলাঠেলি করে, গাদাগাদি করে বাসা থেকে অফিসে যাওয়া আসা করছি। ঝগড়া, প্রতিবাদ প্রতিদিন লেগেই আছে। দাবি একটাই, ৬০ শতাংশ ভাড়া রহিত করে স্বাভাবিক নিয়মে যান চলাচলের নির্দেশনা জারি করা হোক। আমরা করোনার ঝুঁকিতে নয়, বরং অর্থনৈতিক চরম ঝুঁকিতে পরেছি। এভাবে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আর দেওয়ার মত কোনো কারণ অবশিষ্ট নেই।

সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়