শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে পর্দা উঠছে সিপিএলের

স্পোর্টস ডেস্ক : [২] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাধ্যমে কাটতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর স্থগিতাবস্থা। করোনা লকডাউন কাটিয়ে আজ (মঙ্গলবার) রাতে পর্দা উঠছে সিপিএলের অষ্টম আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

[৩] করোনাভাইরাসের সতর্কতার কারণে এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুই স্টেডিয়ামে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।

[৪] তবে বিশ্বব্যাপী ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি খেলোয়াড়দের এবার দেখা যাবে না সিপিএলে। এছাড়া টুর্নামেন্টের সূচিও সংক্ষিপ্ত করে আনা হয়েছে ২৩ দিনের মধ্যে। আজ শুরু হয়ে সিপিএলের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর। পরে আবার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল।

[৫] সিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের রানার্সআপ ত্রিনবাগো নাইট রাইডার্স ও পাঁচবারের ফাইনালিস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াজ, সেইন্ট লুসিয়া জুকস এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

[৬] ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াড -কাইরন পোলার্ড (অধিনায়ক), আলি খান, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, ফাওয়াদ আহমেদ, আকিল হোসেন, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), জেয়ডেন সিলস, কলিন মুনরো, সুনিল নারিন, অ্যান্ডারসন ফিলিপ, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, প্রবীণ তাম্বে, লেন্ডল সিমন এবং টিয়ন ওয়েবস্টার।

[৭] গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড - অ্যান্থনি ব্র্যাম্বল (উইকেটরক্ষক), ক্রিস গ্রিন, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ইমরান তাহির, জেসি সিং, ব্র্যান্ডন কিং, কিসন্ডাথ মাগরাম, নবীন উল হক, অ্যাশমেড নেড, কেমো পল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, কেভিন সিনক্লেয়ার, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ এবং রস টেলর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়