শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে পর্দা উঠছে সিপিএলের

স্পোর্টস ডেস্ক : [২] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাধ্যমে কাটতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর স্থগিতাবস্থা। করোনা লকডাউন কাটিয়ে আজ (মঙ্গলবার) রাতে পর্দা উঠছে সিপিএলের অষ্টম আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

[৩] করোনাভাইরাসের সতর্কতার কারণে এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুই স্টেডিয়ামে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।

[৪] তবে বিশ্বব্যাপী ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি খেলোয়াড়দের এবার দেখা যাবে না সিপিএলে। এছাড়া টুর্নামেন্টের সূচিও সংক্ষিপ্ত করে আনা হয়েছে ২৩ দিনের মধ্যে। আজ শুরু হয়ে সিপিএলের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর। পরে আবার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল।

[৫] সিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের রানার্সআপ ত্রিনবাগো নাইট রাইডার্স ও পাঁচবারের ফাইনালিস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াজ, সেইন্ট লুসিয়া জুকস এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

[৬] ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াড -কাইরন পোলার্ড (অধিনায়ক), আলি খান, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, ফাওয়াদ আহমেদ, আকিল হোসেন, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), জেয়ডেন সিলস, কলিন মুনরো, সুনিল নারিন, অ্যান্ডারসন ফিলিপ, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, প্রবীণ তাম্বে, লেন্ডল সিমন এবং টিয়ন ওয়েবস্টার।

[৭] গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড - অ্যান্থনি ব্র্যাম্বল (উইকেটরক্ষক), ক্রিস গ্রিন, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ইমরান তাহির, জেসি সিং, ব্র্যান্ডন কিং, কিসন্ডাথ মাগরাম, নবীন উল হক, অ্যাশমেড নেড, কেমো পল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, কেভিন সিনক্লেয়ার, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ এবং রস টেলর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়