শিরোনাম
◈ ট্রাইব্যুনাল এলাকায় উত্তেজনা এড়াতে কড়া নিরাপত্তা ◈ পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ: ট্রাকে আগুন ও যান চলাচল বন্ধ ◈ বরিশালের উজিরপুরে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন ◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইদা খানমের মৃত্যুতে শহিদুল আলম বললেন, প্রথম পেশাদার নারী আলোকচিত্রী

দেবদুলাল মুন্না:[২] দৃক গ্যালারির পরিচালক ও বিশখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম বলেন, সাইদ খানম যেসময়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ শুরু করেছিলেন তখন নারীরা গৃহবন্দীর মতো জীবন কাটাতেন। তার সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করা ছিল দুর্দান্ত। সোমবার রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান। সাইদা খানমের স্বজন নিশাত জাহান রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এ আলোকচিত্রী বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

[৩] বিখ্যাত বেগম পত্রিকার মাধ্যমে সাইদা খানম আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়। দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে তার ছবি প্রদর্শিত হয়েছে। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবে কাজ করেন। সত্যজিৎ রায়কে নিয়ে তার লেখা ‘আমার চোখে সত্যজিৎ রায়’ বই রয়েছে। চন্দ্র বিজয়ী প্রথম তিন নভোচারীর ছবিও তুলেছেন তিনি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। গতবছর সালে একুশে পদক লাভ করেন সাইদা খানম।

[৪]সাইদা খানম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়