গাজী নাসিরউদ্দিন আহমেদ: শহিদুল আলম নতুন কিছু করেননি। পাকিস্তানের জন্মের পর থেকে ডানপন্থীদের প্রচারণার ধারাবাহিকতা রক্ষা করেছেন মাত্র। পঞ্চাশের দশকে মুসলিম লীগ বিরোধীদের কমিউনিস্ট বলে গালি দেওয়া হতো। ষাটের দশকে আওয়ামী লীগকে বলা হতো, ভারতের চর। স্বাধীন বাংলাদেশে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল রাশিয়ার নাম। বলেন তো, বাংলাদেশে সরকার উৎখাতে সশস্ত্র আন্দোলন চীনপন্থীরা কবে করেছে? কেবলমাত্র বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধেই করেছে। জিয়া-এরশাদ-খালেদা কারো বিরুদ্ধেই করেনি। এসব রেজিম কি সমাজতন্ত্রের পক্ষে ছিলো? তাহলে আপনাদের সশস্ত্র আন্দোলন কোথায় ছিলো?
কেন সশস্ত্র আন্দোলন করেননি সেই ব্যাখ্যা আমরা আজকে চাইবো। মুসলিম লীগ, চীনাপন্থী বাম, আমেরিকার মদদপুষ্ট সামরিক সরকার সবাইকে একটা জেল দিয়েই বাঁধা হয়েছিল। আওয়ামী লীগ ও মুজিব বিরোধিতা। আজকে আওয়ামী লীগ জবরদস্তির শাসন চালালেও সেই ইতিহাস কিন্তু মিথ্যা নয়। বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে কার্যকর আন্দোলন করতে হলে আপনাদের কলঙ্কিত অতীতের জন্য ক্ষমা চাইতে হবে। রবার্ট ডিকসনের ওয়াশরুমে আপনি টয়লেট করতে যাবেন মি. শহিদুল। উনার ড্রয়িং রুমে হেগে দিলে গালি আপনাকে শুনতেই হবে। নো মার্সি। ফেসবুক থেকে