শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাই পারফরম্যান্স দলের কোচের দায়িত্ব পাচ্ছেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন যে প্রায় ৯ বছর হয়ে গেছে পাকিস্তানের গতি দানব শোয়েব আখতারের।

[৩] কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তেমন কোন গুরু দায়িত্বে সুযোগ পাচ্ছিলেন না এই পেসারের। এর জন্যে অনেক আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পিসিবির দৃষ্টি আকর্ষণ করছিলেন শোয়েব।

[৪] অবশেষে সুসংবাদ পেয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। পিসিবির অধীনে কাজ করতে যাচ্ছেন তিনি। তাকে পাকিস্তানের হাই পারফরম্যান্স দলের কোচের দায়িত্ব দিতে যাচ্ছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। পাকিস্তানের পাইপলাইন শক্ত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি।

[৫] তবে কোচের ভূমিকায় শুধু শোয়েব না। হাই পারফরম্যান্স দলে কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও পেস অলরাউন্ডার আবদুর রাজ্জাককেও।

[৬] শোয়েব পেস বোলিং কোচ হলেও তারা দু’জন কোন দায়িত্বে থাকছেন তা এখনো নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।
-দ্যা ডন

প্রসঙ্গত যে, ৪৫ বছর বয়সী শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ এবং ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট নিয়েছেন। এছাড়া ইউসুফ পাকিস্তানের হয়ে ৯০ টেস্টে ৫২ গড়ে করেছেন ৭ হাজার ৫৩০ রান। ওয়ানডে ফরম্যাটে ২৮৮ ম্যাচে ৯ হাজার ৭২৩ রান করেছেন তিনি। পেস অলরাউন্ডার আব্দুর রাজ্জাক দেশের হয়ে ২৬৫ ওয়ানডে খেলে পাঁচ হাজারের বেশি রান করেছেন। সঙ্গে নিয়েছেন ২৬৯ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়