স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন যে প্রায় ৯ বছর হয়ে গেছে পাকিস্তানের গতি দানব শোয়েব আখতারের।
[৩] কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তেমন কোন গুরু দায়িত্বে সুযোগ পাচ্ছিলেন না এই পেসারের। এর জন্যে অনেক আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পিসিবির দৃষ্টি আকর্ষণ করছিলেন শোয়েব।
[৪] অবশেষে সুসংবাদ পেয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। পিসিবির অধীনে কাজ করতে যাচ্ছেন তিনি। তাকে পাকিস্তানের হাই পারফরম্যান্স দলের কোচের দায়িত্ব দিতে যাচ্ছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। পাকিস্তানের পাইপলাইন শক্ত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি।
[৫] তবে কোচের ভূমিকায় শুধু শোয়েব না। হাই পারফরম্যান্স দলে কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও পেস অলরাউন্ডার আবদুর রাজ্জাককেও।
[৬] শোয়েব পেস বোলিং কোচ হলেও তারা দু’জন কোন দায়িত্বে থাকছেন তা এখনো নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।
-দ্যা ডন
প্রসঙ্গত যে, ৪৫ বছর বয়সী শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ এবং ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট নিয়েছেন। এছাড়া ইউসুফ পাকিস্তানের হয়ে ৯০ টেস্টে ৫২ গড়ে করেছেন ৭ হাজার ৫৩০ রান। ওয়ানডে ফরম্যাটে ২৮৮ ম্যাচে ৯ হাজার ৭২৩ রান করেছেন তিনি। পেস অলরাউন্ডার আব্দুর রাজ্জাক দেশের হয়ে ২৬৫ ওয়ানডে খেলে পাঁচ হাজারের বেশি রান করেছেন। সঙ্গে নিয়েছেন ২৬৯ উইকেট।