শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাই পারফরম্যান্স দলের কোচের দায়িত্ব পাচ্ছেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন যে প্রায় ৯ বছর হয়ে গেছে পাকিস্তানের গতি দানব শোয়েব আখতারের।

[৩] কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তেমন কোন গুরু দায়িত্বে সুযোগ পাচ্ছিলেন না এই পেসারের। এর জন্যে অনেক আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পিসিবির দৃষ্টি আকর্ষণ করছিলেন শোয়েব।

[৪] অবশেষে সুসংবাদ পেয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। পিসিবির অধীনে কাজ করতে যাচ্ছেন তিনি। তাকে পাকিস্তানের হাই পারফরম্যান্স দলের কোচের দায়িত্ব দিতে যাচ্ছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। পাকিস্তানের পাইপলাইন শক্ত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি।

[৫] তবে কোচের ভূমিকায় শুধু শোয়েব না। হাই পারফরম্যান্স দলে কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও পেস অলরাউন্ডার আবদুর রাজ্জাককেও।

[৬] শোয়েব পেস বোলিং কোচ হলেও তারা দু’জন কোন দায়িত্বে থাকছেন তা এখনো নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।
-দ্যা ডন

প্রসঙ্গত যে, ৪৫ বছর বয়সী শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ এবং ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট নিয়েছেন। এছাড়া ইউসুফ পাকিস্তানের হয়ে ৯০ টেস্টে ৫২ গড়ে করেছেন ৭ হাজার ৫৩০ রান। ওয়ানডে ফরম্যাটে ২৮৮ ম্যাচে ৯ হাজার ৭২৩ রান করেছেন তিনি। পেস অলরাউন্ডার আব্দুর রাজ্জাক দেশের হয়ে ২৬৫ ওয়ানডে খেলে পাঁচ হাজারের বেশি রান করেছেন। সঙ্গে নিয়েছেন ২৬৯ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়