শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টকাণ্ডে সাবেক স্বাস্থ্য সচিব ও সাহেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

ইসমাঈল ইমু: [২] এক অডিও বার্তায় দুদক সচিব দিলওয়ার বখত বলেন, সোমবার সকাল থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধান দল তদন্ত করছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

[৩] বেলা ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল সাতদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

[৪] এদিকে রিজেন্টের সঙ্গে চুক্তিসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল ১০ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দপ্তরে উচ্চ পর্যায়ের টিম জিজ্ঞাসাবাদ করে।

[৫] এরআগে, বুধ ও বহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে সাবেক মহাপরিচালক আজাদ দাবি করেন, তখনকার স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি হয়।

[৬] এসব বিষয়সহ স্বাস্থ্যখাতে অন্যান্য দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের টিমে ছিলেন- সংস্থার মহাপরিচালক সায়ীদ মাহবুব খানসহ রিজেন্ট, জেকেজি এবং মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান টিমের সদস্যরা। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়