শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টকাণ্ডে সাবেক স্বাস্থ্য সচিব ও সাহেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

ইসমাঈল ইমু: [২] এক অডিও বার্তায় দুদক সচিব দিলওয়ার বখত বলেন, সোমবার সকাল থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধান দল তদন্ত করছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

[৩] বেলা ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল সাতদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

[৪] এদিকে রিজেন্টের সঙ্গে চুক্তিসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল ১০ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দপ্তরে উচ্চ পর্যায়ের টিম জিজ্ঞাসাবাদ করে।

[৫] এরআগে, বুধ ও বহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে সাবেক মহাপরিচালক আজাদ দাবি করেন, তখনকার স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি হয়।

[৬] এসব বিষয়সহ স্বাস্থ্যখাতে অন্যান্য দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের টিমে ছিলেন- সংস্থার মহাপরিচালক সায়ীদ মাহবুব খানসহ রিজেন্ট, জেকেজি এবং মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান টিমের সদস্যরা। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়