শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টকাণ্ডে সাবেক স্বাস্থ্য সচিব ও সাহেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

ইসমাঈল ইমু: [২] এক অডিও বার্তায় দুদক সচিব দিলওয়ার বখত বলেন, সোমবার সকাল থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধান দল তদন্ত করছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

[৩] বেলা ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল সাতদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

[৪] এদিকে রিজেন্টের সঙ্গে চুক্তিসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল ১০ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দপ্তরে উচ্চ পর্যায়ের টিম জিজ্ঞাসাবাদ করে।

[৫] এরআগে, বুধ ও বহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে সাবেক মহাপরিচালক আজাদ দাবি করেন, তখনকার স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি হয়।

[৬] এসব বিষয়সহ স্বাস্থ্যখাতে অন্যান্য দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের টিমে ছিলেন- সংস্থার মহাপরিচালক সায়ীদ মাহবুব খানসহ রিজেন্ট, জেকেজি এবং মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান টিমের সদস্যরা। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়