শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটি মার্কিনির জীবনকে ঝুঁকিতে ফেলে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন ট্রাম্প, টুইট টেইলর সুইফটের

লিহান লিমা: [২] এক টুইটে মার্কিন সঙ্গীত তারকা টেইলর সুইফট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউএসপিএস (মেইল ইন ভোটিং ব্যবস্থা) ব্যবস্থা ভেঙ্গে দেয়ার প্রচেষ্টা প্রমাণ করে, তিনি এটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আমরা আর তাকে প্রেসিডেন্ট হিসেবে চাই না। তাই তিনি ভোট জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। সিএনএন

[৩] মহামারীর কারণে এবার মার্কিন নির্বাচনের বেশিরভাগ ভোট মেইলে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প মেইল-ইন- ভোটিং এর তীব্র বিরোধিতা করে ভোট প্রক্রিয়া সহজ করতে ডাক বিভাগকে দেয়া তহবিল প্রস্তাবনা আটকে দিয়েছেন। গত শুক্রবার ডাক বিভাগ সতর্ক করে বলেছে, প্রায় ৪৬টি অঙ্গরাজ্যে ব্যালট যথাসময়ে না পৌছানোর আশঙ্কা রয়েছে।

[৪] ট্রাম্প এদিন বলেন, মেইলে ভোটিং ব্যবস্থা বিপর্যয় ডেকে আনবে। এটি যুক্তরাষ্ট্রকে হাসির পাত্রে পরিণত করবে।

[৫] সমালোচকরা বলছেন, ডাক বিভাগের প্রধান ট্রাম্পের অনুগত সমর্থক হওয়ায় তিনি ইচ্ছে করেই ব্যালট সরবরাহ বিলম্বিত করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামাসহ অন্যান্য ডেমোক্রেটরা বলছেন, ট্রাম্প নির্বাচনী প্রক্রিয়া খর্ব করার চেষ্টা করছেন। হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্প অসাধুভাবে টিকে থাকতে চাইছেন। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, মেইলে ভোটিং নিরাপদ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফ্লোরিডার প্রাইমারি নির্বাচনে মেইলে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন।

[৬] অপর আরেক টুইটে টেইলর বলেন, ট্রাম্পের অকার্যকরী নেতৃত্বের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যা আমরা এখন ভোগ করছি। আর তিনি এখন আমাদের নিরাপদে ভোটের অধিকার ধ্বংস করে সুবিধা নিতে চাইছেন। আমার অনুরোধ, তাড়াতাড়ি ভোট দিন। ভোট দিন। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়