শিরোনাম
◈ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ ◈ বেনাপোল বন্দরে ১ দিনে ১৪৪৩ যাত্রী পারাপার, ৪৮৩ ট্রাক বাণিজ্য ◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনীতি, সংবিধান ও রাজতন্ত্র সংস্কারের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ মিছিল

সিরাজুল ইসলাম: [২] রাজধানী ব্যাংককে রোববার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। বিবিসি

[৩] থাইল্যান্ডে রাজতন্ত্র স্পর্শকাতর বিষয়। এর সমালোচনা করলে দীর্ঘ কারাভোগ করতে হয়। বিপুল বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, রোববারের বিক্ষোভ রাজতন্ত্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৪] ২৯ বছর বয়সী শিক্ষার্থী কুকিক বলেন, তারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের লোকজন জমায়েত হয়েছে।

[৫] পর্যবেক্ষকরা বলছেন, ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন হন প্রধানমন্ত্রী প্রেয়ুথ চান-ওচা। এরপর থেকে এটা সরকারবিরোধী গণতন্ত্রপন্থিদের সব চেয়ে বড় বিক্ষোভ মিছিল। তাদের হাতে ব্যানার ছিলো। স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক বলে তারা স্লোগান দেন।

[৬] তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি সাবেক সামরিক কর্মকর্তা। গত বছর বিতর্কিত নির্বাচনে তিনি জয়ী হন। ব্যাংককে বিবিসির জনাথন বলেন, সাম্প্রতিক সময়ে রাজতন্ত্র নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তা বিক্ষোভ পর্যবেক্ষণ করেছেন। তবে রাজতন্ত্রের পক্ষেও বিপুল মানুষ মিছিল করেছে।

[৭] গত বছরের নির্বাচনে পরিবর্তনের আশা দেখেছিলেন তরুণরা। কিন্তু তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। কারণ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে। আর এ কারণেই বিজয়ী হয়েছেন প্রেয়ুথ। তিনি বলেন, বেশিরভাগ মানুষ বিক্ষোভকারীকে সমর্থন করে না।

[৮] ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ করার নেপথ্যে রয়েছে ফিউচার ফরওয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করা। আদালত এটাকে নিষিদ্ধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়