এল আর বাদল : [২] স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নীল রংয়ের জার্সি গায়ে আর দেখা যাবে না ক্যাপ্টেন কুলকে। বিদায় জানানোর আগে অবশ্য গত প্রায় বছর দেড়েকই দেখা যায়নি মাঠে। আসলে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর দেশের জার্সি গায়ে খেলতে দেখা যায়নি মাহিকে।
[৩] তাই তার অগণিত ভক্ত, তথা বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মধ্যে শেষ হয়েও শেষ না হওয়ার একটা আক্ষেপ থেকে গিয়েছে। তাকে শেষবারের মতো মেন ইন বøুর জার্সি গায়ে দেখার ইচ্ছে এখনও প্রবল। সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ধোনিকে আর অন্তত একটিবার জাতীয় দলের জার্সিতে দেখার ইচ্ছেটা রয়ে গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনেও। তিনিও চাইছেন ‘ঝাড়খণ্ডের প্রিয় ছেলে’ আরও একবার নীল জার্সিতে খেলুন। আর তার খেলা দেখুক গোটা বিশ্ব।
[৪] ধোনির অবসর সংবাদের কিছুক্ষণ পরেই হেমন্ত সোরেন টুইট করে বিসিসিআইকে অনুরোধ করেন ধোনির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করতে।। তিনি বলেন, ঝাড়খণ্ডের লাল মাহিকে আমরা আর নীল জার্সিতে দেখতে পাব না। কিন্তু দেশবাসীর মন তো এখনও ভরেনি। আমার মনে হয়, আমাদের মাহির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা উচিত। বিসিসিআইকে অনুরোধ, আমাদের মাহির জন্য একটা বিদায়ী ম্যাচের ব্যবস্থা করুন। যে ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করবো। আর গোটা বিশ্ব সেই ম্যাচের সাক্ষী থাকবে।
[৫] আসলে অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে তার যা অবদান, সে তুলনায় ক্রিকেট জীবনের সায়াহ্নে এসে সম্মান পাননি মাহি। তাই অনেক সমর্থকই চাইছেন আর একবার অন্তত নীল জার্সি গায়ে মাঠে নামুন ধোনি। অবসরের আগে টিম ইন্ডিয়ার স্বপ্নপূরনের কান্ডারিকে যদি আর একবারও খেলতে দেখা যায়, সেটাই বা মন্দ কী। - আজকাল