শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আমার প্রিয় খেলোয়াড় মেসিকে হারিয়ে আমি আনন্দিত’

স্পোর্টস ডেস্ক : [২] ছোট বেলা থেকেই লিওনেল মেসির বড় ভক্ত বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার লিও গোরেটজকা। প্রিয় তারকার জয় চেয়েই বড় হয়েছেন। ভাগ্যক্রমে আগের দিন সেই তারকার বিপক্ষে খেলেছেন নিজে। আর সে ম্যাচে রীতিমতো মেসির দলকে নাস্তানুবাদ করে ছেড়েছেন। তাতে কষ্ট পাওয়াই স্বাভাবিক একজন ভক্তের জন্য। কিন্তু কোনো কষ্ট তো পানই-নি, উল্টো মেসির এমন হারে বেশ মজা পেয়েছেন এ জার্মান তারকা।

[৩] লিসবনে কোয়ার্টার ফাইনালের সে ম্যাচের আগে মূল আলোচনাই ছিল মেসিকে নিয়ে। রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন গোরেটজকা। প্রিয় তারকার বিপক্ষে মাঠে নামার আগে শুধু নিজে নন, তার পরিবারও ছিল রোমাঞ্চিত। সে কথা সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই সে প্রসঙ্গ উঠে আসে ম্যাচ শেষে।

[৪] আর্জেন্টাইন সুপারস্টারকে এমন বিব্রতকর অবস্থায় দেখতে পাওয়ায় কেমন অনুভব করছেন তা জানতে চাওয়া গোরেটজকার কাছে। আর উত্তরটা বেশ নির্মমভাবেই দেন এ মিডফিল্ডার, না, এটা হৃদয়বিদারক নয়, এটা আসলে অনেক মজার।

[৫] তবে ম্যাচ শেষে হঠাৎ করে এমন প্রশ্নের উত্তরে কিছু বিব্রত হয়েছেন নিজেও। গোরেটজকার ভাষায়, 'ম্যাচ শেষেই কিছু বলা আসলে অনেক কঠিন। আসলে ফলাফলটা মানতে আরও কয়েকদিন সময় লেগে যাবে।
বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স জয়ের অনেক কাছে চলে এসেছে বায়ার্ন। তবে কেবলমাত্র প্রথম ধাপ পার করেছেন বলে জানালেন গোরেটজকা, 'আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল, তবে ড্রেসিং রুমে আমরা বলাবলি করছিলাম আমরা তিন ধাপের একটি ধাপ পার হয়েছি।

উল্লেখ্য, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ জার্মান মিডফিল্ডার বলেছিলেন, গতকাল আমার মা এবং পরে আমার বাবা কল দিয়ে বলেছেন, তো অবশেষে তুমি তোমার প্রিয় তারকার বিপক্ষে খেলতে যাচ্ছ। এবং উত্তরে আমি বলি, "হ্যাঁ" এরপর আমরা সবাই হাসতে থাকি। সত্যি বলতে আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না তারা জানে ছোট বেলা থেকেই আমি মেসিকে দেখে বড় হয়েছি। আর এখন আমি তার বিপক্ষে খেলছি। এটা সত্যিই দারুণ। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়