শিরোনাম
◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

জেরিন আহমেদ: [২] দেশের বিভিন্ন জেলায় , শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের শহীদদের। ধিক্কার জানানো হচ্ছে ইতিহাসের এই ঘৃণ্য হত্যাযজ্ঞের প্রতি।

[৩] এছাড়া জয়পুরহাট, জামালপুর, মৌলভীবাজার, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসুচি নেয়া হয়েছে।

[৪] চট্টগ্রাম প্রতিনিধি জানায়, নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি কমিশনারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা। এছাড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

[৫] খুলনা প্রতিনিধি জানায়, জেলার বেতার কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

[৬] বরিশাল প্রতিনিধি জানায়, নগরীর সোহেল চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

[৭] সিলেট প্রতিনিধি জানায় নগরীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া ভার্চুয়াল আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

[৮] রংপুর প্রতিনিধি জানায়, বঙ্গবন্ধু চত্ত্বরে মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।

[৯] ময়মনসিংহ প্রতিনিধি জানায়, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

[১০] ফরিদপুর প্রতিনিধি জানায়, শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‌্যালি বের করা হয়।

[১১] মেহেরপুর প্রতিনিধি জানায়, জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

[১২] কোটালীপাড়া প্রতিনিধি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (১৫ আগস্ট) শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান এ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করা হয়েছে।

[১৩] বাবুগঞ্জ প্রতিনিধি জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ (১৫ আগস্ট) শনিবার বাবুগঞ্জে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

[১৪] রাঙ্গুনিয়া প্রতিনিধি জানায়, চট্টগ্রামরে রাঙ্গুনয়িা পৌরসভা স্বচ্ছোসবেকলীগরে পক্ষ থেেক বাঙ্গালি জাতরি জনক. বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে প্রতকিৃতেিত ফুল দেিয় শ্রদ্ধা নবিদেন করা হয়। আজ শনবিার সকালে উপজলো সদর ইছাখালীস্থ স্বচ্ছোসবেকলীগরে নেতৃবৃন্দ ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

[১৫] হোসেনপুর প্রতিনিধি জানায়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর সরকারি মহিলা কলেজের (প্রক্রিয়াধীন) উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।

[১৬] নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানায়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে নানা কর্মসুচী পালিত হয়েছে।

[১৭] পটুয়াখালী প্রতিনিধি জানায়, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালিত হয়েছে। সকাল ৯.৩০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং ৯.৩৫ মি. বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

[১৮] ডেমরা প্রতিনিধি জানায়, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডেমরায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

[১৯] ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম  মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার, পৌর মেয়র নায়ার কবির।

[২০] লক্ষ্মীপুর প্রতিনিধি জানায়, শোক আর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সর্বস্তরের মানুষ। এতে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠন।

[২১] দুর্গাপুর প্রতিনিধি জানায়: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

[২২] মুন্সীগঞ্জ প্রতিনিধি জানায়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট)  সকাল ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এরপর উপজেলা পরিষদ আঙিনায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়