শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে ৫ কোটি টাকার মাছ নিধন

ইমদাদুল হক : [২] আশুলিয়ার জিরাবো এলাকায় দুর্বৃত্তরা ৪০ বিঘা আয়তনের একটি পুকুরে পুর্বশত্রুতার জের হিসেবে বিষ প্রয়োগে করে এক ব্যবসায়ির ৫ কোটি টাকার মাছ নিধন করেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

[৩] এঘটনায় ভুক্তভোগী পুকুরের মালিক বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

[৪] অভিযোগ ও পুকুরের মালিক শরিফুল ইসলাম সূত্র থেকে জানা যায়। ১৯৯৮ সাল থেকে শফিকুল পুকুরে মাছচাষ করে আসছিলেন। গতকাল রাতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারের কোনো এক সময়ে তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করেন। বিষক্রিয়ায় পুকুরটিতে চাষকৃত ২০-২৫ কেজি ওজনের কার্পজাতীয় মাছ মারা গেছে। এতে তার প্রায় ৫ কোটি টাকার মাছ মরে গেছে।

[৫] এলাকাবাসী সূত্রে জানা যায়, আশুলিয়া জিরাবো গ্রামের মৃত চান মিয়া বেপারীর ৫ ছেলে নিজস্ব ৪০ বিঘার একটি পুকুরে কয়েক কোটি টাকা ব্যয় করে রুই, কাতলা, সিলভার কার্প, ব্রিগহেড কার্প, টেংরা, কালবাউশ এবং দেশি পুঁটি মাছের চাষ করে আসছিলেন।

[৬] এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়