শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকের বাংলাদেশী এজেন্ট এইচটিটিপুলের বিরুদ্ধে মামলা

দেবদুলাল মুন্না: [২] গত তিন মাস আগে নিবন্ধন নিলেও এখন পর্যন্ত কোনো রিটার্ন দাখিল করেননি এইচটিটিপুল । অথচ ৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৯৮টি চালানে ৬ কোটি ২২ লাখ টাকার বিজ্ঞাপন সংগ্রহ করেছে ফেসবুকের জন্য। এরিমেধ্য অফিসের ঠিকানাও বদল করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশের ভ্যাট গোয়েন্দারা। ডিজি বাংলা নেট

[৩] ফেসবুক কর্তৃপক্ষ গত সপ্তাহে সরকারকে তাদের এজেন্টের ব্যাপারে খতিয়ে দেখতে অনুরোধ করলে ভ্যাট আইন ভঙ্গের দায়ে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুলের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সূত্রমতে, মাসিক রিটার্ন দাখিল না করা এবং অনুমোদন ব্যতিত কোম্পানিটি অস্তিত্বহীন হওয়ায় এই মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।

[৪]এছাড়া প্রতিষ্ঠানটি আরও অনিয়মের সঙ্গে জড়িত কি না তা ভ্যাট গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে বলে জানান ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

[৫] তিনি জানান, চলতি বছরের মে মাসে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড ভ্যাটে নিবন্ধন নেয়। যার বিন: ০০২৮৪৮৮৩৬৭০২০৩। প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যবহার করা হয় শাহ আলী টাওয়ার, ১১ তলা, ৩৩ কাওরানবাজার, ঢাকা। কিন্তু এনবিআরের ভ্যাট গোয়েন্দা সংস্থা জানতে পারে ওই ঠিকানায় প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা অস্তিত্ব নেই। আইন অনুসারে অফিস পরিবর্তন করতে হলে ভ্যাট অফিসকে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়