শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকের বাংলাদেশী এজেন্ট এইচটিটিপুলের বিরুদ্ধে মামলা

দেবদুলাল মুন্না: [২] গত তিন মাস আগে নিবন্ধন নিলেও এখন পর্যন্ত কোনো রিটার্ন দাখিল করেননি এইচটিটিপুল । অথচ ৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৯৮টি চালানে ৬ কোটি ২২ লাখ টাকার বিজ্ঞাপন সংগ্রহ করেছে ফেসবুকের জন্য। এরিমেধ্য অফিসের ঠিকানাও বদল করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশের ভ্যাট গোয়েন্দারা। ডিজি বাংলা নেট

[৩] ফেসবুক কর্তৃপক্ষ গত সপ্তাহে সরকারকে তাদের এজেন্টের ব্যাপারে খতিয়ে দেখতে অনুরোধ করলে ভ্যাট আইন ভঙ্গের দায়ে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুলের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সূত্রমতে, মাসিক রিটার্ন দাখিল না করা এবং অনুমোদন ব্যতিত কোম্পানিটি অস্তিত্বহীন হওয়ায় এই মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।

[৪]এছাড়া প্রতিষ্ঠানটি আরও অনিয়মের সঙ্গে জড়িত কি না তা ভ্যাট গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে বলে জানান ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

[৫] তিনি জানান, চলতি বছরের মে মাসে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড ভ্যাটে নিবন্ধন নেয়। যার বিন: ০০২৮৪৮৮৩৬৭০২০৩। প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যবহার করা হয় শাহ আলী টাওয়ার, ১১ তলা, ৩৩ কাওরানবাজার, ঢাকা। কিন্তু এনবিআরের ভ্যাট গোয়েন্দা সংস্থা জানতে পারে ওই ঠিকানায় প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা অস্তিত্ব নেই। আইন অনুসারে অফিস পরিবর্তন করতে হলে ভ্যাট অফিসকে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়