শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা হলে মুক্তি পেল ‘দিল বেচারা’, সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য নিউজিল্যান্ডবাসীর

ডেস্ক রিপোর্ট : ২৪ জুলাই হটস্টারে মুক্তি পেয়েছে দিল বেচারা। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি বড়পর্দায় দেখতে চয়েছিলেন দর্শক। কিন্তু লকডাউনের জেরে সিনেমা হল খোলার ছাড়পত্র এখনও আসেনি। তবে হটস্টারের তরফে জানানো হয়েছিল সুশান্তের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা বিশেষ উদ্যোগ নিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও মানুষ বিনামূল্যেই দেখতে পাবেন এই ছবি। সম্প্রতি নিউজিল্যান্ডের সিনেমা হলো মুক্তি পেল দিল বেচারা। প্রয়াত অভিনেতাকে সেখানেই শ্রদ্ধা জানান নিউজি ল্যান্ডের অনুগামীরা।

নিউজিল্যান্ডের অকল্যান্ডের হোয়োটস সিনেমাতে দিল বেচারার প্রিমিয়ার হয়। সেখানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় হিন্দি রেডিয়ো চ্যানেল তারানার প্রধান জিলেশ দেশাই। তিনি দর্শকদের বলেন, একমাত্র তাঁরাই এখনও পর্যন্ত প্রথম দর্শক যাঁরা সুশান্তের এই সিনেমাটি বড় পর্দায় দেখতে পেলেন। সেই সঙ্গে সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানানো তাঁদের কর্তব্য। আর তাই সিনেমা শুরু আগে তাঁরা ৬০ সেকেন্ডের নীরবতা পালন করেন। সিনেমার শুরুতেই পর্দায় ভেসে ওঠে সুশান্ত সিং রাজপুতের জন্য প্রথম বিশ্ব শ্রদ্ধাঞ্জলি।

এই সিনেমার চিত্রনাট্য যেন সুশান্তেরই জীবন লিখে দিয়েছিল। কাকতালীয় ভাবে অভিনেতার জীবনের সঙ্গে এইভাবে মিশে যাবে চিত্রনাট্য তা কেউই ভাবেননি। দর্শকের মনে সবদিন থেকে যাবেন সুশান্ত। কিন্তু এসবেরও আগে দর্শক থেকে অনুরাগী সকলেই চাইছেন সুশান্তের মৃত্যু রহস্যের একটা কিনারা হোক। ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর এমনটাই বলা হয়েছিল। কিন্তু সুশান্ত অবসাদে ভুগছিলেন, সেখান থেকেই আত্মহত্যা করেন-চাপিয়ে দেওয়া এই তথ্যে বিশ্বাস করেননি বাড়ির লোক। কিছুদিন আগেই সুশান্তের বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। আর সেই FIR-এর পর বিহার পুলিশ তদন্ত শুরু করতেই এমন কিছু তথ্য উঠে এসেছে তাতে কপালের ভাঁজ আরও খানিক চওড়া হয়েছে। সুশান্তের টাকা চুরি থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এরকমই কিছু অভিযোগ সামনে এসেছে। এছাড়াও রিয়া সুশান্তকে তাঁর বাড়ির লোকেদের সঙ্গে কিছুতেই যোগাযোগ করতে দিতেন না। বৃহস্পতিবার ভাইয়ের মৃত্যুতে সিবিআই চেয়ে ভিডিয়ো বার্তা দেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। বলেন, সুবিচার না পেলে আমরা শান্তি পাবো নািএই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়