শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প

লিহান লিমা: [২]এই চুক্তির আওতায় ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত বৃহত্তর একটি অংশ থেকে নিজেদের সার্বভৌমত্বের দাবি প্রত্যাহার করে নেবে। বৃহস্পতিবার রাতে টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুরোদমে চালুর ঘোষণা দিয়ে বলেন, আমাদের দুই বন্ধু দেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে। জেরুজালেম পোস্ট

[৩]পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা তৃতীয় দেশ আমিরাত। এর আগে ১৯৪৮ সালে নিজেদের স্বাধীনতা ঘোষণার পর মিশর ১৯৭৯ সালে এবং জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে।

[৪] যুক্তরাষ্ট্রে আমিরাতের রাষ্ট্রদূত এই চুক্তিকে ‘কূটনীতি এবং আঞ্চলিক জয়’ বলে উল্লেখ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু টুইটে বলেন, ‘ঐতিহাসিক দিন।’

[৫] যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আমিরাতের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ যুক্তরাষ্ট্রের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’তে যোগ দেবে। আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধি দল বিনিয়োগ, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা ও প্রযুক্তি খাত নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে এক হবেন। দুই দেশ শীঘ্রই দূতাবাস এবং কূটনৈতিক নিয়োগ দেবে।

[৬]ওভাল অফিসে দেয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর মধ্য দিয়ে সম্পর্কের শীতলতা কাটবে এবং মুসলিম ও অন্যান্য আরব দেশগুলো আমিরাতকে অনুসরণ করবে।’

[৭] তবে ফিলিস্তিনের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই চুক্তির নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আশওয়ারি বলেন, ‘ফিলিস্তিনে অবৈধভাবে দখলদারিত্ব শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েল যা যা করেছে তা প্রকাশ্যে না এনেই ইসরায়েলকে পুরস্কৃত করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমিরাতকে ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তি সামনে আনতে হবে।’ আল জাজিরা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়