এম.হালিম, সাভার প্রতিনিধি: [২] সাভারে মহাসড়কে প্রাইভেটকার দিয়ে ছিনতাই চক্রের ২ সদস্যকে আটকসহ ছিনতাইকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।
[৩] আটককৃত ছিনতাইকারী রেজাউল করিম বাগেরহাট জেলার কচুয়া থানার ধপাখালী গ্রামের মঈনুদ্দিন মুন্সীর ছেলে অপরজন মাসুদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সাকুয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে।জানা যায়, আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকা থেকে গত ঈদ উল আযহার দুদিন আগে পায়ে হেঁটে গাড়ির কাউন্টারের দিকে যাচ্ছিলেন এক গৃহবধু। তার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগটি হ্যাচকা টানে নিয়ে যায় পাশ দিয়ে আসা একটি প্রাইভেট কারের যাত্রীরা। ব্যাগে থাকা ৮৫ হাজার টাকা এবং মোবাইল খুইয়ে আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।
[৪] সড়কে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্যে গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গাড়ির নাম্বারের সহায়তায় গাড়ির মালিক রেজাউল খুঁজে বের করে গতকাল বুধবার সন্ধ্যার পর আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে আটক করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ এবং গাড়ির মালিক ওই ছিনতাইয়ে জড়িত ছিলেন বলে স্বীকার করেন।
[৫] আটককৃত ছিনতাইকারীর তথ্যে মাসুদ নামে আরো ১ ছিনতাইকারীকে সাভারের আমিনবাজার এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা দুজনেই প্রাথমিকভাবে ছিনতাই এ জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেছে জানিয়েছে পুলিশ।
[৬] ঢাকা জেলা গোয়েন্দা (উত্তর) পুলিশের ওসি মো. আবুল বাশার বলেন, আশুলিয়া থানায় মামলা হওয়ার পর থেকে আমরা অভিযান শুরু করি। দুজনকে সনাক্ত করে আটক করা হয়েছে। আটককৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী