শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ আগস্ট থেকে কুয়ালালামপুরে বাণিজ্যিক ফ্লাইট চালাবে বিমান

লাইজুল ইসলাম: [২] কোভিডের প্রথম দিকেই বিশ্বের বিভিন্ন দেশ অন্য দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়। মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। দীর্ঘ পাঁচ মাস পর আবারও শুরু হতে যাচ্ছে কুয়ালালামপুরের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ। সপ্তাহে দুদিন ফ্লাইট চালাবে রাষ্ট্রায়াত্ত এই উড়োজাহাজ সংস্থাটি।

[৩] এতে বলা হয়, সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শুক্রবার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিজি০৮৬ ফ্লাইট ঢাকা থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে অবতরণ করবে। কুয়ালালামপুর থেকে বিজি০৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে ছেড়ে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

[৪] আরো বলা হয়, সে দেশে যেতে ৬টি ক্যাটাগরির মধ্যে পরতে হবে। সে দেশের নাগরিক, সেখানকার চাকরিজীবী, রাষ্ট্রদূত, দ্বিতীয় নিবাসসহ ৬টি ক্যাটাগরির লোকজনই যেতে পারবেন কুয়ালালামপুরে। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোভিড-১৯ নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে। এবিষয়ে বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়