আসিফুজ্জামান পৃথিল : [২] যুক্তরাষ্ট্রের সান্তা বারবারায় এই বিলাসবহুল বাড়িটি কিনেছেন উপাধি ত্যাগ করা ব্রিটিশ প্রিন্স। জুলাই থেকেই সাবেক ডিউক ও ডাচেস অব সাসেক্স সন্তান নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি ভাড়া বাসায় বাস করছেন। ডেইলি মেইল, দ্য সান
[৩] এতোদিন তারা ছিলেন টেলার পেরির ১৮ মিলিয়ন ডলারের বাড়িতে। এতে ছিলো ১২ টি বেডরুম ও ৮টি বাথরুম। এই বাড়িটির মাসিক ভাড়া ১৮ হাজার পাউন্ড।
[৪] গত বছরের শেষ দিকে নিজেদের রাজকীয় উপাধি ত্যাগ করেন প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল। এরপর তারা যুক্তরাজ্য ছেড়ে কানাডায় যান। তবে সেখানে স্থায়ী না হয়ে স্থায়ী হবার সিদ্ধান্ত নেন হলিউডের কাছে। রাজ পরিবার বিশেষজ্ঞদের মতে, মেগান চলচিত্রে কাজ করতে চান। এজন্যই মূলত রাজপরিবার ত্যাগ করতে হয়েছে হ্যারিকে। সম্পাদনা: ইকবাল খান