শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেএসপিতে শুরু হচ্ছে ক্যাম্প, অনূর্ধ্ব-১৯ দলে সিলেটের ৫ তরুণ

রাহুল রাজ: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তিনটি গ্রæপে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে প্রাথমিক দলে। তাদেরকে নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে।

[৩] আগামি ২৩ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর। তিনটি গ্রæপের প্রতিটি গ্রæপে ১৫ জন করে ক্রিকেটার আছেন। ক্যাম্পে যোগ দেওয়ার আগে বোর্ডের উদ্যোগে সব ক্রিকেটারের করোনা টেস্ট করা হবে। যারা নেগেটিভ আসবেন তারা যোগ দেবেন ক্যাম্পে। পজিটিভরা থাকবেন আইসোলেশনে।

[৪] ফিটনেস দিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। শেষ হবে স্কিল ট্রেনিং দিয়ে। ক্যাম্পের শেষ ৮টি প্রস্তুুতি মূলক ম্যাচ খেলবেন এসব তরুণ ক্রিকেটাররা। ৪৫ সদস্যের স্কোয়াডে সিলেট বিভাগ থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন তরুণ ক্রিকেটার। তারা হলেন, মহীউদ্দীন তারেক, রিহাদ খান, হৃদয় দেব, মুস্তাকিম মিয়া ও আবু বক্কর।

[৫] ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুশফিক হাসান, আরিফ আহমেদ, ফাহিম হাবিব, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়াদ আলম, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, নাঈমুর রহমান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল হাসান, হাসিব হাওলাদার, অনিক চাকি, অনিক সরকার, ইমন আলী, মফিজুল ইসলাম, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখার হোসেন, হাবিবুর রহমান, প্রান্তিক নওরোজ, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান, আবু বকর আহমেদ, জাকারিয়া ইসলাম, আরাফাত ইসলাম, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লাহ, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়