শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে নতুন করে ১৪৯ জনের কোভিড শনাক্ত

মঈন উদ্দীন : [২] রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় রাজশাহীতে একজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নাটোরে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৪৬ জন।

[৩] সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৯৫ জন এবং সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৯১৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬৩ জন, বগুড়ায় ৬৬ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ৪ জন।

[৪] তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৩০২ জন। এছাড়াও রাজশাহীতে ৩ হাজার ৬৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪৮ জন, নওগাঁয় ৯৯৯ জন, নাটোরে ৬২৮ জন, জয়পুরহাটে ৮১৬ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৯৯ জন ও পাবনায় ৮৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৯৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে নয়জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১১৯ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

[৬] এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ হাজার ৯১৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৮৮০, চাঁপাইনবাবগঞ্জে ৩০২ জন, নওগাঁয় ৮৬৬ জন, নাটোরে ২৬২ জন, জয়পুরহাট ২১১ জন, বগুড়ায় ৩ হাজার ৯৮৬ জন, সিরাজগঞ্জ ৭৫০ জন ও পাবনায় ৬৫৭ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়