শরীফ শাওন : [২] বকেয়া বেতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ডিএনভি ক্লথিং লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাসের সামনে শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশগ্রহণ করেন। এছাড়াও বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসু ভিপি নুরুল হক নুরু।
[৩] জোনায়েদ সাকি বলেন, গার্মেন্টস মালিকরা দায়িত্বহীন ও লুটপাটকারী। শ্রমিকদের টাকায় দেশ চলে, নানা অজুহাতে তাদের ছাঁটাই করা হয়। তিনি বলেন, ডিএনভি ক্লোথিংকে শ্রমিকদের তিন মাসের বেতনসহ সকল পাওনা বুঝিয়ে দিতে হবে।
[৪] নুরুল হক বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল করলেও তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তারাই সভ্যতা নির্মাণের সুতিকাগার। তিনি আও বলেন, শ্রমিকদের পাওনা বেতন আদায়ে ছাত্র সমাজ পাশে থাকবে।