রাশিদ রিয়াজ : [২] প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ১০১টি সামগ্রী ভারতের তৈরি করার কথা টুইটে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রেববার টুইটে তিনি জানান, আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, তা বাস্তবায়িত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া
[৩] ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ধারাবাহিক ভাবে ভারতের বিভিন্ন কোম্পানির সঙ্গে এসব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্যে চার লাখ কোটি টাকার চুক্তি বাস্তবায়িত হবে। ২০১৫-র এপ্রিল থেকে ২০২০-র আগস্ট পর্যন্ত ২৬০টি প্রকল্পের মাধ্যমে কমবেশি সাড়ে তিন লাখ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী আমদানি করেছে ভারত।
[৪] ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য ১.৩ লাখ কোটি টাকার সামগ্রী ও নৌসেনার জন্য ১.৪ লাখ কোটি টাকার সামগ্রী এসেছে ২০১৫-২০২০ পর্যন্ত।
[৫] এর আগে প্যারামিলিটারি ক্যান্টিনে বিদেশি জিনিস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। ভারতীয় সেনা ও আধাসেনার সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ। এসব পরিবারের সদস্য মিলিয়ে মোট উপভোক্তার সংখ্যাও মোটামুটি ৫০ লাখ। এদের জন্য ভারতে ১১৯টি প্রধান ক্যান্টিন ছাড়াও রয়েছে ১,৬৩৫টি স্বল্পমূল্যের ক্যান্টিন। গত জুন থেকে শুধু ভারতীয় পণ্য বিক্রি হচ্ছে এসব ক্যান্টিনে। বছরে ২ হাজার ৮’শ কোটি টাকার পণ্য বিক্রি হয়।