শিরোনাম
◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০১টি প্রতিরক্ষা সামগ্রী নিজেরাই তৈরি করবে ভারত, আমদানিতে নিষেধাজ্ঞা

রাশিদ রিয়াজ : [২] প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ১০১টি সামগ্রী ভারতের তৈরি করার কথা টুইটে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রেববার টুইটে তিনি জানান, আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, তা বাস্তবায়িত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ধারাবাহিক ভাবে ভারতের বিভিন্ন কোম্পানির সঙ্গে এসব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্যে চার লাখ কোটি টাকার চুক্তি বাস্তবায়িত হবে। ২০১৫-র এপ্রিল থেকে ২০২০-র আগস্ট পর্যন্ত ২৬০টি প্রকল্পের মাধ্যমে কমবেশি সাড়ে তিন লাখ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী আমদানি করেছে ভারত।

[৪] ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য ১.৩ লাখ কোটি টাকার সামগ্রী ও নৌসেনার জন্য ১.৪ লাখ কোটি টাকার সামগ্রী এসেছে ২০১৫-২০২০ পর্যন্ত।

[৫] এর আগে প্যারামিলিটারি ক্যান্টিনে বিদেশি জিনিস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। ভারতীয় সেনা ও আধাসেনার সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ। এসব পরিবারের সদস্য মিলিয়ে মোট উপভোক্তার সংখ্যাও মোটামুটি ৫০ লাখ। এদের জন্য ভারতে ১১৯টি প্রধান ক্যান্টিন ছাড়াও রয়েছে ১,৬৩৫টি স্বল্পমূল্যের ক্যান্টিন। গত জুন থেকে শুধু ভারতীয় পণ্য বিক্রি হচ্ছে এসব ক্যান্টিনে। বছরে ২ হাজার ৮’শ কোটি টাকার পণ্য বিক্রি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়