রাশিদ রিয়াজ : [২] ইসরায়েলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি দৈনিক হারেৎস এ খবর দিয়ে লিখেছে, দেশটির সেনাবাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল সেটি লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছে। ড্রোনটিকে যে ইসরায়েলের বিমান বাহিনী উড়িয়েছিল তা তারা বুঝতে পারেনি।
[৩] ড্রোন ভূপাতিত করার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেবাননের ড্রোন ধ্বংস করার খবর টুইটারেও প্রচার করে। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত করে যে, ভূপাতিত ড্রোনটি ইসরায়েলরই। লেবাননের কোনো ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেনি।
[৪] এর আগেও ইসরায়েল দাবি করে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে ঢুকে পড়েছে এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কিন্তু হিজবুল্লাহ তৎক্ষণাৎ ইসরায়েলের ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, তারা এ ধরনের কোনো চেষ্টাই চালায় নি।