শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাক্তার পাত্রীর সঙ্গে বিয়ে পাকা হয়ে গেল ক্রিকেটার চাহালের

স্পোর্টস ডেস্ক : [২] করোনার আবহের মাঝেই জীবনসঙ্গী বেছে নিলেন ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। পাত্রীর সঙ্গে ছবি দিয়ে এদিন তিনি বিয়ে পাকা হওয়ার সুখবর দেন। চাহাল এদিন রাকা সেরিমনির ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে হবু স্ত্রী ধনশ্রী ভর্মার সঙ্গে দেখা যাচ্ছে। চাহালের এমন ছবি পোস্ট করার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরদের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে চাহালের জন্য।

[৩] আইপিএল দোরগোড়ায়। দুবাইতে আইপিএল খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে আইপিএল খেলতে যাওয়ার আগে চাহাল জীবনের অন্যতম বড় কাজ সেরে রাখলেন।

[৪] চাহালের হবু স্ত্রী ধনশ্রী ভর্মা পেশায় একজন ডাক্তার। ইউ টিউবে তার একটি চ্যানেলও রয়েছে। সেখানে তিনি কোরিওগ্রাফার হিসাবে কাজ করেন। এদিন রাকা সেরিমনির ছবি পোস্ট করে চাহাল লেখেন, আমার দুজন পরিবারের সম্মতিতে পরস্পরকে হ্যাঁ বলেছি। চাহালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই লেগে যায় ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের। তবে এদিন ড্যানিয়েল তাকে রাগানোর মতো কিছুই লিখলেন না। বরং চাহালকে শুভেচ্ছা বার্তা দিলেন তিনি।

[৫] বিয়ের খবর পাকা হওয়ায় চাহালকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সচদেও। তিনিও সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় চাহালের সঙ্গে মজা করেন। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। ২০ অগাস্ট থেকে দুবাইয়ে পা রাখতে শুরু করবেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও কর্তারা। সবার আগে যাবে ধোনির চেন্নাই। তার পর একে একে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুবাই পৌঁছে প্র্যাকটিস শুরু করে দেবে। তবে দুবাইতে যাওয়ার আগেই বড় কাজ সেরে ফেললেন চাহাল। আইপিএল থেকে ফিরে এসেই হয়তো সাত পাকে বাধা পড়বেন ভারতীয় দলের এই স্পিনার। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়