সমীরণ রায় : [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, দেশের ক্রান্তিকালে বিএনপি নেতারা দেশের জনগণের পাশে দাড়ায় না। আপনারা ঘরে বসে সরকারের সমালোচনা না করে বাইরে এসে মানবতার কাজ করুন। বিএনপির মতোই আরও কিছু লোক আছে, তারা সমালোচনা আর ভুল ধরাপার্টি। তারাও কখনো মানুষের পাশে দাঁড়ায় না। ঘরে বসে আর টেলিভিশনের টকশোতে বড় বড় কথা বলেন। আর কে কি ভুল করলো তা নিয়ে সমালোচনা করেন।
[৩] তিনি বলেন, ৭৪ বছর বয়সেও শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। করোনার প্রথম থেকে তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন। বাংলাদেশে করোনা ধরা পরার দিন থেকে সঠিক পদক্ষেপ নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি একটি দিনের জন্যও বসে নেই। তার সঠিক পদক্ষেপের কারণে অনেক দেশ থেকে বাংলাদেশে করোনা আক্রান্তের হার কম। এমনকি পাশ্ববর্তী দেশগুলোর তুলনায়ও অনেক কম। কিন্তু একটি চক্র ও দল তারপরেও সমালোচনা করে যাচ্ছে।
[৪] হাছান মাহমুদ বলেন, কিভাবে মানবিক হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয়, কৃষকলীগ থেকে বিএনপিকে শিক্ষা নেয়া উচিত। দেশের সংকটে মানবিক হয়ে কৃষকলীগ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে গেছে, এটা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা শুধু করোনায় সাহায্য সহযোগিতা করেনি, তৃণমূলে গিয়ে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। কৃষকের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করেছে।
[৫] শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষকলীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
[৬] এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, কৃষকলীগের সভাপতি সমির চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ