রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে ১৭০০ পিস ইয়াবাসহ মোঃ কাওছার (৩৬) নামে এক জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। এসময় ট্রাক জব্দ করা হয়।
[৩] শুক্রবার (৭ আগস্ট) গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, ৬ আগস্ট সন্ধ্যার কিছু সময় পরে মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে ১৫নং টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।