মনিরুল ইসলামঃ [২] ঢাকাই চলচ্চিত্রের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান সস্ত্রীক কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। তারা ২ জন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। ২ জনই নিজ বাসায় আইসোলেশনে আছেন।
[৩] সোহানুর রহমান সোহান বলেন, আমরা সুস্থ আছি। মনোবলই দৃঢ়। দোয়া করবেন তাড়াতাড়ি যেন কোভিড-১৯ পরীক্ষায় যেন নেগেটিভ আসে।
[৪] এদিকে, নিরাপদ সড়ক চাই আন্দোলন সোহানুর রহমান সোহান সস্ত্রীক কোভিড-১৯ শনাক্ত হওয়ায় তাঁদের দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করছে এবং সকলের নিকট দোয়া কামনা করেছে। বাংলাদেশ কালচারাল রিপোর্টাার্স এসোসিয়েশনও তাঁদের সুস্থতা কামনা করেছে।