শিরোনাম
◈ সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর ◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিক খান : টিকটকে কি শিক্ষামূলক কিছু আছে?

আতিক খান : ক্ষমতা, খ্যাতি আর অর্থ এই তিনটি একসঙ্গে কিংবা আলাদাভাবে যারা সামলাতে পারে, তারাই প্রকৃত মানুষ। এসব অর্জন করেও যারা নিরহংকার, নম্র আর বিনয়ী থাকে তাদের উপর আপনি ভরসা করতে পারেন। সমস্যা হয়, এগুলো রাতারাতি চলে এলে বেশির ভাগ মানুষ সামলাতে পারে না। কারও গর্বে মাটিতে পা পড়ে না, কারও কলার উঁচু হয়ে যায়, অনেকেই আশপাশের মানুষদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং তাদের প্রত্যাশাও তখন হয়ে যায় আকাশচুম্বী। এরা অন্যদের কাছ থেকে তখন তেল আর তোয়াজ আশা করেন। না পেলে মেজাজ খারাপ হয়ে যায়। আর চাটুকার, তেলবাজরা কিছু সুবিধা পাওয়ার জন্য তাদের আশপাশে ভিড় জমায়। অল্প বয়সে হলে তো কথাই নেই। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এরকম চরিত্র এখন বিশ্বব্যাপী ভুরি ভুরি। তাদের বেশির ভাগই অর্থ, খ্যাতি কিংবা ক্ষমতা সামলাতে না পেরে পথভ্রষ্ট হয়ে যায়। আমাদের টিকটক অপু বা অপু ভাইও সেরকম একটা চরিত্র। টিকটক ভারত পুরো বন্ধ করে দিয়েছে, আমেরিকা বন্ধ করার জন্য দুই সপ্তাহের নোটিশ দিয়েছে। আমাদেরও উচিত টিকটক জাতীয় অ্যাপ বন্ধ করে দেওয়া। এরমধ্যে শিক্ষামূলক বা নিছক বিনোদনমূলক উপকরণ খুব সামান্যই। বেশির ভাগই ট্রল, অশ্লীলতা আর স্থূল মাত্রার বিনোদন।

পাটক্ষেত মাথায় নিয়ে চলাফেরা করা অপুর নাকি হাজার হাজার ফলোয়ার। কারা এই চিড়িয়ার ফলোয়ার? ঠিক কি দেখে ফলোয়ার হয়েছে? মাথার পাটক্ষেত নাকি বাণী চিরন্তনী আওড়ানোর পর দাঁত বের করে যে হাসি দেয় সেটার? যদিও আমি কমেন্ট বক্সে পাবলিকের গালাগালি ছাড়া কমেন্ট বেশি দেখিনি। তাদের উপরে তোলায় মিডিয়ারও ভালো অবদান আছে। মিডিয়া তাদের পরিচয় করিয়ে দেয় স্টার, হার্টথ্রব আর তারকা হিসেবে। (মুখ খারাপ করলাম না।) উত্তরার রাস্তা বন্ধ করে এই টিকটিক নায়কের শুটিং চলছিলো। অনুরোধ করার পরেও এরা সরেনি। যাত্রীরা প্রতিবাদ করায় অপু আর তার সাঙ্গপাঙ্গরা যাত্রীর উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। কী দুঃসাহস তাদের। সামান্য টিকটিক তৈরি করে এতো তেজ...সরকারি রাস্তাও নিজের বাপের বলে মনে করে এদের বাবা-মায়েদেরও এসব চিড়িয়া তৈরিতে অবদান আছে। কিছু শাস্তি উনাদেরও প্রাপ্য। অপুভাই এখন চৌদ্দশিকের মধ্যে। টিকটকের ভূত মাথা হতে না নামা পর্যন্ত এসব ‘অপু ভাইদের’ রিমান্ডে নিয়ে ভালোমতো ধোলাই দেওয়া দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়