শিরোনাম
◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিক খান : টিকটকে কি শিক্ষামূলক কিছু আছে?

আতিক খান : ক্ষমতা, খ্যাতি আর অর্থ এই তিনটি একসঙ্গে কিংবা আলাদাভাবে যারা সামলাতে পারে, তারাই প্রকৃত মানুষ। এসব অর্জন করেও যারা নিরহংকার, নম্র আর বিনয়ী থাকে তাদের উপর আপনি ভরসা করতে পারেন। সমস্যা হয়, এগুলো রাতারাতি চলে এলে বেশির ভাগ মানুষ সামলাতে পারে না। কারও গর্বে মাটিতে পা পড়ে না, কারও কলার উঁচু হয়ে যায়, অনেকেই আশপাশের মানুষদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং তাদের প্রত্যাশাও তখন হয়ে যায় আকাশচুম্বী। এরা অন্যদের কাছ থেকে তখন তেল আর তোয়াজ আশা করেন। না পেলে মেজাজ খারাপ হয়ে যায়। আর চাটুকার, তেলবাজরা কিছু সুবিধা পাওয়ার জন্য তাদের আশপাশে ভিড় জমায়। অল্প বয়সে হলে তো কথাই নেই। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এরকম চরিত্র এখন বিশ্বব্যাপী ভুরি ভুরি। তাদের বেশির ভাগই অর্থ, খ্যাতি কিংবা ক্ষমতা সামলাতে না পেরে পথভ্রষ্ট হয়ে যায়। আমাদের টিকটক অপু বা অপু ভাইও সেরকম একটা চরিত্র। টিকটক ভারত পুরো বন্ধ করে দিয়েছে, আমেরিকা বন্ধ করার জন্য দুই সপ্তাহের নোটিশ দিয়েছে। আমাদেরও উচিত টিকটক জাতীয় অ্যাপ বন্ধ করে দেওয়া। এরমধ্যে শিক্ষামূলক বা নিছক বিনোদনমূলক উপকরণ খুব সামান্যই। বেশির ভাগই ট্রল, অশ্লীলতা আর স্থূল মাত্রার বিনোদন।

পাটক্ষেত মাথায় নিয়ে চলাফেরা করা অপুর নাকি হাজার হাজার ফলোয়ার। কারা এই চিড়িয়ার ফলোয়ার? ঠিক কি দেখে ফলোয়ার হয়েছে? মাথার পাটক্ষেত নাকি বাণী চিরন্তনী আওড়ানোর পর দাঁত বের করে যে হাসি দেয় সেটার? যদিও আমি কমেন্ট বক্সে পাবলিকের গালাগালি ছাড়া কমেন্ট বেশি দেখিনি। তাদের উপরে তোলায় মিডিয়ারও ভালো অবদান আছে। মিডিয়া তাদের পরিচয় করিয়ে দেয় স্টার, হার্টথ্রব আর তারকা হিসেবে। (মুখ খারাপ করলাম না।) উত্তরার রাস্তা বন্ধ করে এই টিকটিক নায়কের শুটিং চলছিলো। অনুরোধ করার পরেও এরা সরেনি। যাত্রীরা প্রতিবাদ করায় অপু আর তার সাঙ্গপাঙ্গরা যাত্রীর উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। কী দুঃসাহস তাদের। সামান্য টিকটিক তৈরি করে এতো তেজ...সরকারি রাস্তাও নিজের বাপের বলে মনে করে এদের বাবা-মায়েদেরও এসব চিড়িয়া তৈরিতে অবদান আছে। কিছু শাস্তি উনাদেরও প্রাপ্য। অপুভাই এখন চৌদ্দশিকের মধ্যে। টিকটকের ভূত মাথা হতে না নামা পর্যন্ত এসব ‘অপু ভাইদের’ রিমান্ডে নিয়ে ভালোমতো ধোলাই দেওয়া দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়