নূর মোহাম্মদ : [২] সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশ গ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ভার্চুয়াল মাধ্যমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি সভাপতিত্ব করেন।
[৩] সূত্র জানায়, হাইকোর্ট বিভাগের প্রায় অর্ধশত বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা পোষণ করেন। আর যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নয়, তাদেরকে ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।
[৪] সভায় ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিলের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিচারপতি। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে সূত্র জানিয়েছে।