নূর মোহাম্মদ : [২] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ হাসান আলী।
[৩] নোটিশে বলা হয়, কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় স্বপ্রণোদিত হয়ে নিয়োজিত ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টদের বিশেষ বিবেচনায় সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়া হয়। পরে নতুন করে সৃষ্ট ৮৮৯টি পদে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদফতর গত ২৯ জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।
[৪] বিজ্ঞপ্তি অনুসারে গত ২০ জুলাই চাকরি প্রার্থীদের আবেদনের সর্বশেষ সময় নির্ধারিত ছিল। কবে পূর্বের নিয়োগ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নিয়োগ বিধি বহির্ভূতভাবে স্বেচ্ছাসেবক নামধারী মেডিক্যাল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।