ইসমাঈল ইমু :[১] গত ৩১ জুলাই কক্সবাজারস্থ মেরিন ড্রাইভে একটি বিচ্ছিন্ন ঘটনায় মেজর ( অব ) সিনহা রাশেদ খান নির্মমভাবে নিহত হন । তথ্যচিত্র নির্মাণের উদ্দেশ্যে সেখানে অবস্থানরত মেজর ( অব ) সিনিয়র সাথে সহকর্মী হিসেবে কাজ করছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ফ্রিল্যান্স চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাত এবং নির্মাতা শিপ্রা রাণী দেবনাথ , যাদের ঘটনার সাথে সম্পৃক্ত করে আটক করা হয় ।
[২] এতে সহকর্মী ও সহপাঠীরা সিফাত ও শিপ্রার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচিতে সহপাঠীরা এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই দুই শিক্ষার্ধীর নি:শর্ত মুক্তির দাবি জানান।
[৩] পাশপাশি তারা আরো বেশকিছু দাবি জানায়। দাবিগুলো হলো, শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি, মেজর সিনহা হত্যার সুষঠু তদন্ত ও কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মানসিক প্রহসন হতে মুক্তি প্রদান ।