শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা হাওরে নৌকাডুবিতে নিহত ১৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টায় ময়মনসিংহ সদরের কোনাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানসহ ৯ জনকে দাফন করা হয়। বাকি ৮ জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় আশপাশের এলাকার হাজারও মানুষ অংশ নেন। রাত থেকেই বিভিন্ন এলাকার মানুষ মৃতদেহ দেখার জন্য চরাঞ্চলে ছুটে আসে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় এলাকাবাসী আবুল বাশার বলেন, মুহতামিম মাওরানা মাহফুজুর রহমানের মৃত্যুতে আলেম সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে তার মাধ্যমে এলাকায় হাফেজ ও আলেম তৈরি হয়েছে।

এদিকে কোনাপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক হাফেজ রাকিবুল হাসান এখনও নিখোঁজ আছেন। তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পুত্রের মৃতদেহ না পেয়ে বৃদ্ধা মায়ের আহাজারি থামছে না কিছুতেই।

রাকিবুলের মা রাবেয়া বেগম বলেন, এই জীবনে কী আর আমার ছেলের লাশ দেখে যেতে পারবো না। সবার লাশ বাড়িতে আসলেও আমার ছেলে রাকিবুলের লাশ কেন আসলো না। রাকিবুলের লাশ ফিরে পেতে সরকারের হস্তক্ষপে কামনা করেছেন তার বোন মরিয়ম বেগম।

উল্লেখ্য, বুধবার দুপুরে মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ইঞ্জিন চালিত নৌকাডুবিতে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের ১৭ জন মারা যান।

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়