ডেস্ক রিপোর্ট : ভয়ঙ্কর বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বহুদূর পর্যন্ত শোনা যায় সেই শব্দ। কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা আকাশ। এমনকি আশেপাশের বহু বাড়িতে আগুন ধরে যায় এই ঘটনার পর। যদিও এখনও পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে গোটা এলাকা।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আকাশ থেকেও চলছে আগুন নেভানোর কাজ। তবে এখনও পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিছু জানানো হয়।
তবে লেবাননের রেড ক্রসের এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের যে তীব্রতা ছিল তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ওই আধিকারিকের আশঙ্কা, ভয়ঙ্কর এই বিস্ফোরণে ১০০ জনের বেশি হতাহত হতে পারে।
অন্যদিকে, স্থানীয় মানুষজন জানাচ্ছে, বিস্ফোরণের ধরণ পরমাণু বিস্ফোরণ ঘটার মতো ছিল। তীব্রতাওই ছিল ভয়ঙ্কর। এক নিমেষে যেন ধ্বংসস্তূপে পরিণত হল গোটা এলাকাটা। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ল ঘর-বাড়ি, জানালা। রক্তাক্ত অবস্থায় মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়।