নিজস্ব প্রতিবেদক : [২] শেখ কামাল যার সাথে জড়িয়ে রয়েছে দেশের ক্রীড়া, জড়িয়ে রয়েছে আবাহনী ক্লাব। আগামী ৫ আগস্ট যার ৭১ তম জন্মবার্ষিকী। প্রতিবছরই বেশ ভালো আয়োজন করে আবাহনী ক্লাব কর্তৃপক্ষ। তবে এবার রয়েছে কিছু বিধিনিষেধ।
[৩] ক্লাবের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপির সই করা এক বিজ্ঞপ্তিতে আবাহনী জানিয়েছে, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে তারা প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন করবে।
[৫] অনুষ্ঠামালার মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান। এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেবেন ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা। দিনব্যাপী ক্লাবে চলবে পবিত্র কোরআন তিলওয়াত।
[৬] বিকেল ৫টায় শহীদ শেখ কামালের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক ভার্চুয়াল আলোচনা হবে। ক্লাব প্রাঙ্গণে বাদ আসর হবে মিলাদ মাহফিল। অনুষ্ঠানসমূহে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আবাহনী ক্লাব।