আসিফুজ্জামান পৃথিল : [২] প্রেসিডেন্ট পদে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সবগুলো জরিপেই ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। এবারও ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স। বাইডেনের রানিং মেট এখনও নিশ্চিত হয়নি। তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ক্যামেলা হ্যারিসের নাম।
[৫] মোট ৫৩৮টি ইলেক্টরাল কলেজ নিধারণ করবে কে হবেন হোয়াইট হাউজের পরবর্তী ৪ বছরের বাসিন্দা। লোকসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি ৫৫টি ইলেক্টরাল কলেজ রয়েছে ক্যালিফোর্নিয়ায়। টেক্সাসে রয়েছে ৩৮টি আর নিউ ইয়র্কে ২৯টি।
[৬] একই দিনে ৩৩টি সিনেট আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটদের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তাদের বর্তমান আসন ৪৫টি। বর্তমান আসনগুলো ধরে রেখে ৩ থেকে ৪টি আসন জিতে নিলে সিনেটে তারা সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হবে।
[৭] আর হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সবগুলো আসনেই ভোটগ্রহণ হবে। কংগ্রেস স্পিকার ও ডেমোক্রেট দলনেতা ন্যান্সি পেলোসি বলছেন, এবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তার দল। একই আশা ব্যক্ত করেছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। সম্পাদনা: ইকবাল খান