জামাল হোসেন, জীবননগর প্রতিনিধি : [২] চুয়াডাঙ্গা জীবননগর উথলীতে ভেড়ার জীবন বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছফুরা খাতুন (৫০) নামের এক বৃদ্ধা মহিলার করুণ মৃত্যু হয়েছে।
[৩] মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উথলী ঘোরামারা রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।
[৪] প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উথলী মাঝের পাড়ার ইদ্রিস আলীর স্ত্রী ছফুরা খাতুন তার পোষা ভেড়ার পাল নিয়ে প্রতিদিনের মতো ঘোরামারা রেলগেট সংলগ্ন মাঠে চড়াতে গেলে হঠাৎ একটি ভেড়া রেললাইনের উপরে উঠে যায়। ট্রেন দেখে ভেটাটিকে তাড়াতে গেলে বৃদ্ধার পড়নের কাপড়ে পা পেচিয়ে রেল লাইনে পড়ে গেলেন খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস আপ ৭২৭ ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয়।
[৫] পরবর্তীতে এলাকাবাসী নিহত বৃদ্ধা ছফুরার মরদেহ উদ্ধার করে দর্শনা জিআরপি পুলিশকে খবর দিলে জিআরপি পুলিশ বৃদ্ধার মরদেহ তাদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। সম্পাদনা : হ্যাপি