শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি আইরিশরা

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দল হিসেবে ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। ৪ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে আইরিশরা। এবার দ্বিতীয় ওয়ানডের আগে এক সঙ্গে দুটি দুঃসংবাদ পেল দলটি।

[৩] শনিবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে আইরিশ স্কোয়াডে বাধ্যতামূলক দুটি পরিবর্তন এসেছে। পেসার ব্যারি ম্যাককার্থি ও বয়েড র‌্যানকিনকে শেষ দুই ম্যাচে পাবেনা দলটি। দুজনেই চোটের কারণে ছিটকে গেছেন।

[৪] এই দুজনের জায়গায় স্কোয়াডে নেয়া হয়েছে পিটার চেজ ও জর্জ ডকরেলকে। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ইনিংসে মাত্র ৫ বল করার পরই মাঠ ছাড়তে হয় ম্যাককার্থিকে। স্ক্যান করানোর পর হাঁটুতে চিড় ধরা পড়লে সিরিজ শেষ হয়ে যায় তাঁর। আরেক পেসার র‌্যানকিন পিঠের পুরোনো চোটে ভুগছেন।

[৫] র‌্যানকিনের পরিবর্তে চেজকে দলে নেয়ার ব্যাখ্যায় আইরিশদের প্রধান নির্বাচক অ্যান্ড্রæ হোয়াইট বলেন, নেটে সে দুর্দান্ত বোলিং করছিল। গত ৬ মাস সে রান আপ সামঞ্জস্য করা নিয়ে কাজ করেছেন এবং কোচও বেশ মুগ্ধ।

[৬] প্রথম ওয়ানডেতে হেরে গেলেও নির্বাচক হোয়াইট মনে করেন দ্বিতীয় ওয়ানডেতে আইরিশরা সেরাটা দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। ম্যাচ হারলেও সেখানে অনেক ইতিবাচক অর্জন ছিল বলে মনে করছেন তিনি।

[৭] হোয়াইট আরও বলেন, 'আগের ম্যাচে আমাদের ইতিবাচক কিছু অর্জন হলেও আগামী ম্যাচে দল আরও শক্তভাবে মাঠে নামবে। গত ৫ থেকে ১২ মাসে আমাদের ব্যাটিং বেশ উন্নত হয়েছে। গত ম্যাচে ৫ মাসের বিরতির পর মাঠে নেমে যে পারফরম্যান্স করেছে দল, সেখানে একটা ঘাটতি ছিল।

[৮] আগের ম্যাচে আমাদের ইতিবাচক কিছু অর্জন হলেও আগামী ম্যাচে দল আরও শক্তভাবে মাঠে নামবে। গত ৫ থেকে ১২ মাসে আমাদের ব্যাটিং বেশ উন্নত হয়েছে। গত ম্যাচে ৫ মাসের বিরতির পর মাঠে নেমে যে পারফরম্যান্স করেছে দল, সেখানে একটা ঘাটতি ছিল' আরও যোগ করেন তিনি।

[৯] ৩০ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। পহেলা আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল। এরপর ৩দিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।- ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়