কামনাশীষ শেখর: ব্যক্তিগত গাড়ির সমনে অনেক মানুষ তাদের পেশার পরিচয় লিখে রাখেন। যেমন চিকিৎসক, প্রেস, আইনজীবী, সাংসদ, পুলিশ আরো কত কী। কিন্তু এই প্রথম দেখলাম "POET" স্টিকার লাগানো গাড়ি।
কবি বলতেই এতকাল চোখের সামনে ভেসে উঠতো লম্বা চুলের উদাসী মানুষ। যার পরনে পাজামা পাঞ্জাবি।
বাংলাদেশে প্রথম কোন কবি সমরেশ দেবনাথ, যিনি গাড়িতে POET স্টিকার লাগিয়েছেন। যাক কবি বলতেই এখন শুধু উদাসী মানুষ নয়, পোয়েট স্টিকার লাগানো গাড়িওচোখের সামনে ভেসে উঠবে!!! জয়তু কবি সমরেশ দেবনাথ!!! ফেসবুক থেকে