ডেস্ক রিপোর্ট : চাপ কমেনি ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচল করা পরিবহনের।
শুক্রবার (৩১ জুলাই ) সন্ধ্যার পর আবার দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে মহাসড়কে। এতে মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত প্রায় ৪০কিলোমিটার সড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সেটা ক্ষণিকের যানজট।
জানা গেছে, উত্তর ও দক্ষিণবঙ্গের ২২টি জেলার মানুষ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে।
এছাড়া ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার করে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের পরিবহন চলাচল করছে। এতে মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে শুক্রবার ভোর থেকে মহাসড়কে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।
ফলে করোনাকালে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদ যাত্রায় বের হওয়া হাজার হাজার ঘরমুখো মানুষ রাস্তায় চরম দুর্ভোগে পড়েছে।
মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের একাধিক সদস্যরা জানান, সারাদিনেও যেমন মহাসড়কে থেমে থেমে পরিবহন চলাচল করেছে রাতেও তেমনভাবে চলাচল করছে। সন্ধ্যার পর মহাসড়কে আবার পরিবহনের সংখ্যা বেড়েছে।বার্তা২৪, বিডি নিউজ