শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বপ্ন ডট কমের ওভিসিতে ভুতের বেশে শাওন

মনিরুল ইসলামঃ[২] ভুত এবং ইন্টারনেটের মধ্যে একটা গভীর মিল আছে। ইন্টারনেট যেমন গ্রাহকের কাছে মাঝে মাঝে আসে এবং চলে যায়, ঠিক তেমনি ভুত বা ভুতের গল্প আমরা মাঝে মাঝেই নানানরুপে শুনতে পাই এবং শুনতে পছন্দ করি। এবার বাংলাদেশের অন্যতম রিটেইল সুপারশপ ‘স্বপ্ন’-এর অনলাইন কাস্টমার সার্ভিস স্বপ্ন ডট কমের ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল)-তে ভুতের বেশে হাজির হতে দেখা যাবে গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আজম শাওন। তিনি

[৩] নতুন ওভিসিতে কাজ প্রসঙ্গে শাওন বলেন, সময়ের অভাবে এখন আর মডেল হিসেবে কাজ করা হয় না। তবে কয়েকটি কারণে কাজটি করা। সেগুলো বলতে গেলে বলতে হবে স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ভাই, সল্ট ক্রিয়েটিভের শারমিন সুলতানা সুমির কথা। সুমির সঙ্গে কলিগ হিসেবে অনেকদিন কাজ করেছি। ওর ব্যাপারে এক ধরনের আমার সফট কর্নার আছে। সবমিলে তাই এ কাজের বিষয়টিতে এসে না করতে পারিনি। আর একটা বিষয় হচ্ছে আমরা একটা উদহারণ তৈরি করতে চেষ্টা করেছি অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে চাইলেই একজনের কাজ আরেকজন করতে পারি। সবাই সবার সঙ্গে কাজ করলেই মূলত এগিয়ে যাবে এই ইন্ডাস্ট্রি। আর স্বপ্ন ডট কমের ওভিসিতে কাজ করে ভালো লেগেছে। এখানে ভুতের বেশে দেখা যাবে আমাকে। কনসেপ্টটা দারুণ। এই ধরনের ইন্টারেস্টিং কাজ করতেও বেশ ভালো লাগে আমার। এ ধরনের কাজ মাঝে মাঝে হওয়া উচিত।

[৪] শাওন জানান, এখানে আমার মেকআপ করেছেন খোকন। ভুতের লুকটা তিনিই করিয়েছেন। মেকআপটা ভালো করেছেন খোকন। আর এটি পরিচালনা করেছেন সানি। বেশ ভালো বানিয়েছেন তিনি। আমার সঙ্গে আনোয়ার নামে আরেক মডেল কাজ করেছেন। উনিও পরিচিত মুখ, ভালো করেছেন। আশা করি, সকলে আমাদের নতুন এ কাজটি পছন্দ করবেন।

[৫] আর এই ওভিসির কনসেপ্ট ও পরিচালনা করেছেন সল্ট ক্রিয়েটিভসের ম্যানেজিং ডিরেক্টর শারমিন সুলতানা সুমি। সাব্বির আর লিটল বিট ফিল্মসের আহমেদ হাসান সানি এটি পরিচালনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়