ইমরুল শাহেদ : [২] ফিনেন্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে নাম কাটাতে বৃহস্পতিবার সিনেট এই সংশোধনী বিলটি পাস করে। এতে এফএটিএফের চাওয়া-ফাওয়া অনেকটা পূরণ হয়ে আসবে। জিওটিভি, ডন
[৩] পার্লামেন্টের এই উচ্চকক্ষটি জাতিসংঘ নিরাপত্তা বিল (সংশোধন), ২০২০-ও পাস করে। এসময় সিনেটে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাদিক সঞ্জরানী। বিলটি উত্থাপন করেন প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি এ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান।
[৪] পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশী সংশোধিত বিল দুটি পাস করার জন্য সিনেট সদস্যদের ধন্যবাদ দিয়ে বক্তৃতা করেন।
[৫] কোরেইশী বলেন, ভারতীয় গোয়েন্দা কুশভূষণ যাদবকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া রায়ের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য এসব সংশোধনী গৃহীত হয়েছে। তিনি বলেন, ‘সংশোধিত আইনের মাধ্যমে যাদবের প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি।’
[৬] পররাষ্ট্রমন্ত্রী আশা ব্যক্ত করে বলেছেন, এবার পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকা থেকে নিশ্চয়ই অব্যাহতি পাবে।
[৭] এর আগে সিনেট স্ট্যান্ডিং কমিটির ল’ এ্যান্ড জাস্টিস বিভাগ অ্যান্টি-টেরররিজম (সংশোধনী) বিল, ২০২০ পাস করে দেয়।
[৮] সিনেটর জাভেদ আব্বাসির সভাপতিত্বে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সরকারি প্রতিনিধি জানান, দুটি সংশোধনীই ছিল এফএটিএফের চাওয়া।