শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে রশিদা বিড়ি কোম্পানিতে যৌথ অভিযানে গ্রেপ্তার ২

তপু সরকার: [২] শেরপুরে ইদ্রিস এন্ড কোংপ্রাঃ লিমিটেড এর ৩০নং রশিদা বিড়ি’র দুইটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ব্যবহৃত নকল ব্যান্ড রোলসহ ৩লক্ষ ৪০হাজার প্যাকেট বিড়ি জব্দ করেছে র্যাব-১৪। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে বারোটায় একই কোম্পানির শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলা দুটি ফ্যাক্টরিতে এনএসআই, র্যাব-১৪ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। এ সময় উভয় ফ্যাক্টরি থেকে দুইজনকে আটক করা হয়।

[৩] র্যাব জানায়, ইদ্রিস এন্ড কোং কোম্পানির বিড়ির প্যাকেটে ব্যবহৃত সরকারি রাজস্ব আদায়ের ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একই সময়ে ওই কোম্পানির লছমনপুর ও শ্রীবরদী উপজেলার দুটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

[৪] এ সময় সদরের ফ্যাক্টরি থেকে ২লক্ষ ৫০হাজার ও শ্রীবরদী ফ্যাক্টরিতে থেকে ৯০হাজার ব্যবহৃত ব্যান্ডরোলসহ বিড়ির প্যাকেট জব্দ করা হয়। যা সরকারের প্রতিদিন বিশ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে জানায় র্যাব। জব্দকৃত মালামালসহ শেরপুর সদর থানা ও শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল-মামুন বলেন, ‘আমরা যৌথ অভিযান পরিচালনা করে শেরপুর সদর ও শ্রীবরদীর দুইটি ফ্যাক্টরি থেকে এসব জব্দ করি। আটককৃত একজন শফিউল আলম। তিনি লছমনপুর ফ্যাক্টরিতে অতিরিক্ত ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।’

[৫] জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. সবুজ রানা বলেন, ‘এই কোম্পানির দুইটি ফ্যাক্টরিতে ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে, আমরা নজরে রাখি। বুধবার রাতে আমাদের যৌথ অভিযানে এসব জব্দ করি এবং দুই ফ্যাক্টরি থেকে দুইজনকে আটক করি।’ সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়